‘আমার মনে হয় না টেস্টে খুব একটা উন্নতি করেছি’

‘আমার মনে হয় না টেস্টে খুব একটা উন্নতি করেছি’

ওয়ানডেতে বাংলাদেশ বহু দিন ধরেই বেশ সমীহ জাগানিয়া এক দল। তবে টেস্টে সে জায়গাটায় এখনও পৌঁছুতে পারেনি। টেস্টে এখনও বিশাল ব্যবধানে হারের বিষয়টা নিয়মিত বাস্তবতা বাংলাদেশের। পূর্ণকালীন অধিনায়ক হিসেবে আসার পর বিষয়টা অকপটে স্বীকার করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, জানালেন এখান থেকে বেরোবার প্রত্যয়ও। 

শান্ত বললেন, ‘আমার মনে হয় না যে টেস্টে আমরা খুব একটা উন্নতি করেছি। আগে যে অবস্থায় ছিলাম, তার থেকে ভালো ক্রিকেট খেলা শুরু হয়েছে।’

টেস্ট ফরম্যাটে গেল বছরে অবশ্য বাংলাদেশের সময়টা বেশ ভালো কেটেছে। চার ম্যাচের তিনটিতেই জিতেছে দল। যদিও বোকা পরিসংখ্যানের পেছনের সত্যটা হচ্ছে, তিন জয়ের দুটো এসেছে অনভিজ্ঞ আফগানিস্তান আর আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর নিউজিল্যান্ডকে যদিও বেশ প্রতাপ নিয়েই হারিয়েছে নাজমুল হোসেন শান্তর অধীনেই থাকা বাংলাদেশ দলটা। 

সে পরিস্থিতিটাকে চিরস্থায়ী একটা রূপ দেওয়ার আশা শান্তর মনে। তিনি বললেন, ‘যে জিনিসটা আমি ব্যক্তিগতভাবে চাই যে, হোমে যখন আমাদের ম্যাচ থাকবে, ওই ম্যাচগুলোর বেশিরভাগই যেন আমরা জিততে পারি। আমরা যখন বাইরে যাব, বাইরের দলগুলোর সঙ্গে যেন আমরা কমপিট করতে পারি। 

সঙ্গে জানিয়ে রাখলেন, খেলাটার গুরুত্বটাও যেন সবাই ভালোভাবেই দেন। তিনি বললেন, ‘টেস্ট খেলার গুরুত্বটা যেন সবার মধ্যে ভালোভাবে বেড়ে ওঠে, এটা চাই।’

সম্পর্কিত খবর