বোলারের বদলে স্কোয়াডে ব্যাটার কেন, কেন সাইফউদ্দিন নয়?

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৬:৩৪ পিএম | ০৩ মার্চ, ২০২৪

স্পিনার আলিস আল ইসলামের ইনজুরিতে দলে ডাকা হয়েছে উইকেটকিপার ব্যাটার এবং ফিনিশার জাকের আলী অনিককে। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ফিনিশিং রোলে তার অনবদ্য পারফর্ম্যান্সের জন্য এই ডাক। 

স্পিনারের বদলে কেন দলে নেওয়া হলো লোয়ার মিডল অর্ডারের একজন ব্যাটার? অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাখ্যা, ‘এনাফ স্পিন অপশন আছে। রিশাদ খুবই ভালো বল করসে, তাইজুল ভাই আছেন। জাকের আলীকে নেওয়ার একটাই কারণ যে আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যান আমার মনে হইসে আমাদের সিলেক্টর কোচিং স্টাফ যারা আমরা ছিলাম, সবারই মনে হইসে যে আমাদের একটা মিডল অর্ডার ব্যাটসম্যান প্রয়োজন, সে কারণেই জাকের আলীকে দলে নেওয়া হইসে।’

তবে প্রশ্ন উঠেছে বিপিএলে ব্যাটে বলে দুর্দান্ত সাইফউদ্দিন কেনো নয়? বিশেষ করে বল হাতে পাওয়ার প্লে এবং ডেথে কার্যকরী বোলিং, মিতব্যয়ী ইকোনমিতে উইকেট টেকিং, ব্যাট হাতে নিচের দিকে নেমে দ্রুত রান তুলতে পারা। এই পেস বোলিং অলরাউন্ডারকে শ্রীলঙ্কা সিরিজের আগে জাতীয় দলের স্কোয়াডে না রাখায় চারদিকেই হচ্ছিলো সমালোচনা। 

উত্তর আছে টিম ম্যানেজমেন্টের কাছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগের দিন প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন নাজমুল শান্ত জানালেন সাইফউদ্দিনকে এই সিরিজের দলে না রাখার কারণ। বললেন, ‘ইনজুরি থেকে আসার পরে খুবই ভালো খেলসে, আমার মনে হয় ভালো কামব্যাক করেছে। কিন্তু এত বড় ইনজুরি থেকে আসার পরে স্ট্রেইট একটা সিরিজ খেলাটা আমাদের মনে হয়েছে যে, ফিজিও ট্রেনার যারাই ছিলেন মনে হয়েছে যে ওর জন্য একটু রিস্ক হবে। আশা করছি ও যদি এরকম কন্টিনিউ করতে থাকে, ডিপিএল আছে, যদি ভালো করে, অবশ্যই সুযোগ আসবে ইন শা আল্লাহ।’

নয় মাস পর ক্রিকেটে ফিরে নয় ম্যাচ খেলেছেন। ১৫ গড়ে নিয়েছেন ১৫ উইকেট। ইকোনমি ছয় এর ঘরে। ব্যাট হাতে যে ইনিংস গুলোতে সুযোগ পেয়েছেন, সেগুলোতেও স্বাস্থ্যকর স্ট্রাইক রেটে। বিপিএলের পারফর্ম্যান্সে হয়নি। তাই সাইফউদ্দিনকে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।

খেলার দুনিয়া | ফলো করুন :