নতুন অধিনায়ক শান্তকে পরামর্শ দিলেন সাকিব
একসঙ্গে তিন ফরম্যাট থেকেই অধিনায়কত্বের দায়িত্ব ছেড়েছেন সাকিব আল হাসান, তার পরিবর্তে নতুন করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। অন্তত এই বছরের জন্য তিনিই অধিনায়ক হিসেবে বহাল থাকবেন।
আজ থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ। সিলেটের মাঠে আজ সন্ধ্যায় টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে সিরিজের ম্যাচ। পূর্ণকালীন অধিনায়ক হিসেবে এটিই শান্তর প্রথম দ্বিপাক্ষিক সিরিজ।
নতুন অধিনায়ককে পরামর্শ দিতে ভুলেননি প্রাক্তন অধিনায়ক সাকিব। গতকাল এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পরামর্শ হিসেবে শান্তকে তিনি বলেছেন, ‘সবকিছু নিয়েই যত কম চিন্তা করবে ততো ভালো থাকবে। যত বেশি চিন্তা করবে ততো চিন্তা বাড়বে ওর।’
লঙ্কানদের বিপক্ষে টাইগারদের এই সিরিজটি বেশ জমজমাট হবে বলে মনে করছেন বেশিরভাগ ক্রিকেট বিশ্লেষক ও সমর্থকরা। তবে চিন্তিত নন সাকিব, ‘চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য, শ্রীলঙ্কা সবসময় আমাদের সাথে ভালো ক্রিকেট খেলে। আমাদের প্রতিযোগিতাটাও অনেক ভালো মাঠে বা মাঠের বাইরে। দুই জায়গাতেই অনেক চ্যালেঞ্জ আছে। আমি আশা করছি এই চ্যালেঞ্জগুলো উতরে যেতে পারবে বাংলাদেশ টিম। এবং তিনটা ফরম্যাটেই ভালো খেলবে।’