সাংবাদিক বোনের প্রশ্নে যা বললেন ভাই জাকের
ম্যাচটা হয়তো স্মরণীয় হয়ে থাকতো পুরো দেশের হাজারো ক্রিকেটপ্রেমীদের কাছে। স্বাভাবিকভাবেই আরও বেশি স্মরণীয় হয়ে থাকতো জাকের আলী অনিকেরও। আন্তর্জাতিক ম্যাচে এর আগে খেললেও পূর্ণাঙ্গ সিরিজ দিয়ে এটিই শুরু জাকেরের। সেখানে দলের হয়ে রেকর্ডময় এক ইনিংস খেলেও আক্ষেপ থেকে গেল স্রেফ ৩ রানের।
না। ফিফটি বা সেঞ্চুরি মিসের আক্ষেপ নয়। জাকেরের দল, স্বাগতিকরা হেরেছে ৩ রানে। লঙ্কানদের দেওয়া ২০৭ রানের বিশাল লক্ষ্য একসময় মনে হচ্ছিল অসম্ভব। তবে জাকেরের একের পর ছক্কায় এগোনো ইনিংসে তা ঝুলে পড়ছিল বাংলাদেশের দিকেই। তবে শেষ ওভারে আউট হলে সেই জয় আর পাওয়া হলো না জাকেরের, বাংলাদেশের।
৩৪ বলে পুরো ২০০ স্ট্রাইক রেটে ৬৮ রান করেন জাকের। যেখানে ছক্কা হাঁকিয়েছেন ৬টা। যা টি-টোয়েন্টি এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। হারটা কষ্টের। তবে জাকেরের এমন ইনিংস যেন মনে ধরে রাখবে বহুদিন। এদিকে নিজেকে নিয়েও গর্ব হওয়ারই কথা জাকেরের। সেই অংশ আরও এক ধাপ বাড়িয়েছে প্রেস কনফারেন্সে নিজ সাংবাদিক বোনের মুখোমুখি। ক্রিকেটে অপূর্ব সেই মুহূর্ত।
এমন এক ইনিংস খেলার পর প্রেস কনফারেন্স যেন দাবি করছিল জাকেরকেই। এবং শেষ পর্যন্ত হলোও তাই। সাংবাদিকদের প্রশ্ন-জাকেরের উত্তর এসবের মাঝে একটা প্রশ্ন ঠিক এমন। ‘যেহেতু সিলেটের ছেলে আপনি, ঘরের মাঠে আপনি পারফর্ম করলেন। যারা দর্শক ছিল, সবাই আপনার নাম ধরে চিৎকার করছিল, কেমন উপভোগ করেছেন?’
প্রশ্ন আলাদা করে আনার নিশ্চয়ই আছে কারণ। এই প্রশ্নটি করেছেন মূলত জাকেরে আপন বোন শাকিলা ববি। তিনি আগে থেকেই এক জাতীয় দৈনিকের সিলেট প্রতিনিধি হিসেবে কাজ করছেন। সেখানে আপু সম্বোধন করে জাকেরের উত্তরও বেশ প্রফেশনাল। ‘আমি সব সময় সিলেটের মাঠে খেলতে পছন্দ করি। আমার প্রথম শ্রেণির অভিষেকও এখানেই। উইকেট খুব ভালো ছিল। সবকিছুই ঠিক ছিল। তবে যদি ম্যাচটা জিততে পারতাম আরও ভালো লাগত।’
সদ্য শেষ হওয়া বিপিএলেও সবার নজর কেড়েছেন জাকের। দুটির ফরম্যাট একই এবং পরিচিত মাঠ হওয়া অনেক কিছুই ছিল জাকেরের পক্ষে। সেসব ব্যাখ্যায় জাকের বলেন, ‘বিপিএলের আত্মবিশ্বাসটা কাজে দিয়েছে। বিপিএল দুই দিন আগেই শেষ হয়েছে। আর যেহেতু আমার হোম গ্রাউন্ড এবং আমি এই মাঠ সম্পর্কে জানি, সেটা কাজে দিয়েছে।’
এদিকে জাকেরের বোন ববির স্বামী মামুন হোসেনও কাজ করেন গণমাধ্যমে। এছাড়া ববির আছে আলাদা ঘরানার আরেক পরিচয়। তিনি হবিগঞ্জ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।