এক ইনিংসে জাকেরের যত রেকর্ড
কাগজে-কলমের হিসেবে জাকের আলী অনিকের অভিষেক গত বছরের অক্টোবরে, এশিয়ান গেমসে। তবে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে যেন নতুন করে অভিষেক হলো এই ডানহাতি ব্যাটারের। সেখানে ৩৪ বলে ৬৮ রানে মারকুটে এক ইনিংস খেললেও শেষ ওভারে আউট হলে জয় থেকে শেষ পর্যন্ত ৩ রান দূরে থেকে যায় বাংলাদেশ।
শেষ পর্যন্ত জয়টা এলে হয়তো বাড়তি পরিসরে স্মরণীয় থাকত জাকেরের এই ইনিংস। তবে এই ৬৮ রানের দুর্দান্ত ইনিংসে একাধিক রেকর্ড নাম লিখিয়ে তা ইতিমধ্যেই মনে রাখার মতো করে ফেলেছেন সিলেটের এই ঘরের ছেলে।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ পাঁচটি ছক্কা হাঁকানো ব্যাটাররা যৌথভাবে ছিলেন পাঁচজন, নাজিমউদ্দিন, জিয়াউর রহমান, তামিম ইকবাল, লিটন দাস ও মাহমুদউল্লাহ। সবাইকে ছাপিয়ে শীর্ষে এখন জাকের। গতকাল ম্যাচে মেরেছে গুনে গুনে ছ’টি ছক্কা।
পরের রেকর্ডটা স্ট্রাইক রেটে। গতকাল ম্যাচে জাকেরের ব্যাটিং স্ট্রাইক রেট ছিল পুরো ২০০, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের ফিফটি পেরুনো ইনিংসে পঞ্চম সর্বোচ্চ। এই তালিকার শীর্ষস্থান মোহাম্মদ আশরাফুলের। ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭ বলে ৬১ রানের দিন তার স্ট্রাইক রেট ছিল ২২৫.৯২।
জাকের দিনের শেষ রেকর্ডটা পার্টনারশিপে। ষষ্ঠ উইকেটে শেখ মাহেদিকে নিয়ে ২৭ বলে ৬৫ রানের দারুণ এক জুটি গড়েন জাকের, যেখানে ওভারপ্রতি গড়ে রান এসেছে ১৪.৪৪। যেটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০-পেরোনো জুটিতে দেশের হয়ে সর্বোচ্চ।