‘মাহমুদউল্লাহর উইকেট টার্নিং পয়েন্ট ছিল’

‘মাহমুদউল্লাহর উইকেট টার্নিং পয়েন্ট ছিল’

‘তীরে এসে ডুবল তরী’। ঘরের মাটিতে গতকাল লঙ্কান সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ঠিক এমনটাই ঘটেছে বাংলাদেশের পক্ষে। তবে চেষ্টার যেন কমতি ছিল না। ৩৪ বলে ৬৮ রান করা জাকের আলী শেষ ওভারে এসে ফিরলে স্রেফ ৩ রানে হারে নাজমুল হোসেন শান্তর দল।

এতে লঙ্কানদের জয়ের টার্নিং পয়েন্ট হিসেবে শেষ ওভারে সেই জাকেরের উইকেটকেই দেখছে অনেকেই। তবে শ্রীলঙ্কান ব্যাটার হাঁটলেন কিছুটা ভিন্ন পথে। সাদিরা সামারাবিক্রমা মতে মাহমুদউল্লাহর উইকেট ছিল তার দলের জয়ের টার্নিং পয়েন্ট। 

মাহমুদউল্লাহ নাম আসাটা অবশ্য একবারে অবাক করার কিছু না। কারণ, শুরুতেই বাংলাদেশের হাত থেকে ফসকে যেতে থাকা ম্যাচ ধরেছিলেন মাহমুদউল্লাহই। ৫৫০ দিন পরে এই ফরম্যাটে ফিরে ৩১ বলে তার ৫৪ রানের ইনিংসটিকে দুর্দান্ত বলাই যায়। তবে মাহমুদউল্লাহ নাম অবশ্য আরও একটি কারণে নিয়েছেন সাদিরা। ম্যাচের শুরু দিকে তিনি মিস করেছিলেন মাহমুদউল্লাহর ক্যাচ। এতে পরবর্তীতে তার উইকেটকেই ম্যাচ জয়ের পথে মূল কৃতিত্ব দিলেন এই লঙ্কান তারকা ব্যাটার। 

এসব ব্যাখ্যায় সাদিরা করছিলেন গতকালের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। সেখানে তিনি বলেন, ‘প্রথমে যখন মাহমুদউল্লাহর ক্যাচ ছেড়ে দিলাম, তখন আমার মনে হয়েছিল ম্যাচ আমাদের হাত থেকে বের হয়ে যাচ্ছে। পরে মাহিশ (থিকশানা) মাহমুদউল্লাহর উইকেট নিয়ে নিল। আমার কাছে মনে হয়েছে সেটাই টার্নিং পয়েন্ট।’ 

দলের এই জয়ে বোলারদের কৃতিত্ব দেন সাদিরা। ‘চাপের মধ্যে বোলাররা বেশ ভালো বোলিং করেছে। মাহিশ দারুণ বোলিং করেছে। শেষ ওভারে দাসুন শানাকাও দুর্দান্ত করেছে। এতেই ম্যাচ ঘুরে গেছে।’ 

সম্পর্কিত খবর