লাবুশেনের ফর্ম নিয়ে চিন্তিত নন অজি কোচ 

লাবুশেনের ফর্ম নিয়ে চিন্তিত নন অজি কোচ 

বছরের শুরুটা ভালো হলেও সবশেষ তিন টেস্টে পুরোদস্তুর ছন্দহীন অজি ব্যাটার মারনাস লাবুশেন। এর মধ্যে নিউজিল্যান্ড সফরের প্রথম টেস্ট ওয়েলিংটনের দুই ইনিংস মিলিয়ে করেছেন ৩ রান এবং সবশেষ ৬ ইনিংসের মধ্যে দুই অঙ্কে পৌঁছানো ইনিংসটিও কেবল ১০ রানের। লাবুশেনের ব্যাট হাতে সাদা জার্সির ম্যাচে এমন ছন্দপতনে হয়তো তাকে নিয়ে চিন্তায় পড়েছেন অনেকেই। তবে ঠিক এমনটা ভাবছেন না অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

অজিদের হয়ে ৪৯ টেস্টে ইতিমধ্যে চার হাজারেরও বেশি রান করেছেন লাবুশেন। সামনে ৫০তম টেস্ট খেলার কীর্তির সামনে দাঁড়িয়ে এই ডানহাতি ব্যাটার। তবে ফর্মটা ঠিক দিচ্ছেনা সায়। এতে প্রশ্ন উঠছিল লাবুশেনের একাদশের জায়গা নিয়ে। তবে সেসব নিয়ে মোটেও চিন্তিত নন ম্যাকডোনাল্ড। নিজের পরিকল্পনা নিয়ে বেশ পরিষ্কার অজিদের এই কোচ। 

আগামী শুক্রবার (৮ মার্চ) কিউইদের মাটিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এর আগে লাবুশেন নিয়ে নিজের ভাবনায় ম্যাকডোনাল্ড বলেন, ‘আমাদের পক্ষ থেকে বড় কোনো চিন্তার বিষয় আছে বলে মনে হয় না। আমরা চাই প্রথম দিকের ছয়-সাত ব্যাটসম্যান সম্মিলিতভাবে পারফর্ম করুক। সুতরাং বাকিরা যখন পারফর্ম করছে এবং আপনি ম্যাচ জিতছেন, তখন উদ্বেগের মাত্রা অনেকাংশেই কম।’

শুরুতে বলছিলাম, বছরের শুরুটা ভালো ছিল লাবুশেনের। জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সিডনিতে ৬০ ও অপরাজিত ৬২ রানের ইনিংস খেলেন তিনি। এর আগে অ্যাশেজেও ছিলেন দারুণ ছন্দে। সেসব ম্যাচের স্মৃতি টেনে ম্যাকডোনাল্ড বলেন, ‘আমরা পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টে দ্বিতীয় ইনিংসে দেখেছি, ম্যানচেস্টারে গত বছরের অ্যাশেজে দেখেছি, যেখানে তার রান করার উদ্দীপনা ছিল। মাঝেমধ্যে এমন খেলার পথে কন্ডিশন বাধা হয়ে দাঁড়ায়। আপনাকে এর সঙ্গে আরেকটু মানিয়ে নিতে হয়।’

সম্পর্কিত খবর