মাহমুদউল্লাহ রিয়াদ ভাঙবেন কিন্তু মচকাবেন না
মাহমুদউল্লাহ রিয়াদ ভাঙবেন কিন্তু মচকাবেন না। এটাই যেন তার পণ। যে যে বিষয় নিয়ে সমালোচিত হচ্ছিলেন সব গুলো উপড়ে ফেলেছেন। সিলেটে গতকাল যেভাবে ছয় মেরে বল পাঠিয়েছেন গ্যালারিরও বাইরে, সেভাবেই যেন সব সমালোচনাকে উড়িয়ে নিয়ে ফেলেছেন দৃষ্টিসীমার বাইরে।
রিয়াদকে নিয়ে সমালোচনা ছিলো। তার স্ট্রাইক রেট, ফিটনেস, ফিল্ডিং, অতিরিক্ত ডট বল খেলা, রার্নিং বিট্যুইন দ্য উইকেট – এই ইস্যুগুলো নিয়ে কথা কম হয়নি। গেল বছর দল থেকে যখন বাদ পড়লেন, কোনোটাতে পেয়েছিলেন পাসমার্ক, কোনোটায় আবার ডাহা ফেল। সেই রিয়াদের এখন সেই সব ইস্যুতে পেয়ে যাবেন লেটার মার্ক।
৫৫০ দিন পর ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন। নেমেই ৩১ বলে ৫৪ রান। নামের পাশে দুই চার আর চার ছক্কা। দলের ব্যাটিং বিপর্যয়ে যেভাবে ব্যাট চালিয়েছেন তাতে চারদিক থেকেই স্বাভাবিকভাবেই বাহবা পাচ্ছেন। এতোদিন পর ফেরার পর এমন একটা ইনিংস যে খুবই দরকার ছিলো।
বিপিএল ছিলো রিয়াদের নিজেদের প্রমাণের মঞ্চ। সেখানে রিয়াদ বেশ ভালোয় ভালোয় উতরে গেছেন। টি-টোয়েন্টি দলে ফিরতে হলে সেখানে পারফর্ম করা যে অনেক বেশি জরুরি ছিলো। রিয়াদ পেরেছেন।
এর আগে ইনজুরির কারণে নিউজিল্যান্ড সিরিজ করলেও বিশ্বকাপের আগে দলে ফিরেই হয়েছিলো সর্বোচ্চ রানসংগ্রাহক। পেয়েছিলেন সেঞ্চুরি। গত মার্চের পর দলে জায়গা হারিয়েছেন। অক্টোবর পর্যন্ত নিরলস চেষ্টা করেছেন, ঘাম ঝরিয়েছেন।
সেগুলোর ফল পাচ্ছেন এখনও। এখন ফিটনেস কিংবা ব্যাটিংয়ে রিয়াদ এগিয়ে অনেক জুনিয়রের তুলনায়। তিন মাস পরেই আরেকটা বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রিয়াদের এমন প্রত্যাবর্তন টাইগারদের জন্য নিঃসন্দেহে অনেক বেশি স্বস্তির।