দ্য হান্ড্রেডের ড্রাফটে ১৬ বাংলাদেশী, ‘প্রথম’ হবেন কে?

দ্য হান্ড্রেডের ড্রাফটে ১৬ বাংলাদেশী, ‘প্রথম’ হবেন কে?

২০২১ সালে ইংল্যান্ডের মাটিতে মাঠে গড়ায় ক্রিকেটের অভিনব এক সংস্করণ ‘দ্য হান্ড্রেড’। সে থেকে এ পর্যন্ত তিনটা আসর হয়ে গেছে। তবে বাংলাদেশীদের কেউই এই টুর্নামেন্টে এখন পর্যন্ত নাম লেখাতে পারেননি। 

চলতি বছর আরও একটা আসর বসতে যাচ্ছে। সেখানে নাম দিয়েছেন সব মিলিয়ে ১৬ ক্রিকেটার। সাকিব আল হাসান, তামিম ইকবালরা তো নাম দিয়েছেনই, এই তালিকায় নিজের নাম দিয়েছেন দেশের মাটিতে অভিষেকেই রেকর্ড গড়া জাকের আলী অনিক। নারী হান্ড্রেডের ড্রাফটে আছে জাহানারা আলমের নাম।

আগামী ২০ মার্চ লন্ডনে অনুষ্ঠিত হবে ড্রাফটে থাকা খেলোয়াড়দের নিলাম। সেই তালিকায় কারা কারা নিজেদের নাম দিয়েছেন, তার একটা তালিকা আজ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পুরুষদের টুর্নামেন্টে জায়গা করে নিতে সেখানে নাম দিয়েছেন ৩৮৯জন ক্রিকেটার। 

১ লাখ ২৫ হাজার থেকে শুরু করে ৪০ হাজার পর্যন্ত মোট ৬টি ক্যাটাগরি আছে। এর বাইরে কোনো ভিত্তিমূল্য নেই এমন ক্যাটাগরি আছে একটি। সাকিব বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ দর চাচ্ছেন। তিনি নিজেকে তুলেছেন ৭০ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে।

তার ঠিক নিচের ক্যাটাগরিতে নিজেদের নাম দিয়েছেন তামিম ইকবাল ও লিটন দাস। তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম নাম লিখিয়েছেন ৫০ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে।

বাকি দশ ক্রিকেটার নিজেদের নাম দিয়েছেন নির্দিষ্ট কোনো ভিত্তিমূল্য নির্ধারণ না করে। এই তালিকায় নাম আছে জাকের আলী, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ ও রনি তালুকদার। একমাত্র বাংলাদেশী নারী হিসেবে ড্রাফটে নাম দেওয়া জাহানারাও আছেন এই ক্যাটাগরিতে।

সম্পর্কিত খবর