জাকেরের প্রশংসায় যা বললেন মিরাজ
সিলেটে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সোমবার খুব কাছে যেয়েও জয়ের মুখ দেখা থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ রানের সেই হারের দিনেও সুর্দান্ত এক ইনিংস খেলে সকলের মন জয় করে নিয়েছেন অভিষিক্ত টাইগার ব্যাটার জাকের আলি অনিক।
অধিনায়কের পর এবার জাকেরের সেই অসাধারণ পারফরম্যান্স নিয়ে কথা বললেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। গতকাল (মঙ্গলবার) ক্রিকেট টুর্নামেন্টের এক অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, ‘অবশ্যই ভালো লাগত যদি ম্যাচটা জিততে পারতাম। অনিক যদি ম্যাচটা জেতাতে পারত তাহলে আরও ভালো লাগত। আমার কাছে একটা জিনিস মনে হয় আমরা যেহেতু ২০০ রান করতে পেরেছি, আমরা যেভাবে খেলেছি এরকম যদি খেলতে পারি, টি-টোয়েন্টিতে মনে হয় না আমরা বেশি ম্যাচ হারব। হয়ত দেখা যাবে এরপরের ম্যাচে আমরা জিতব।'
জাকের আলি সম্পর্কে মিরাজের কাছে জিজ্ঞেস করা হলে তিনি জাকেরের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেছেন, ‘অনিক অসাধারণ খেলেছে। ওর জন্য এটা দরকার ছিল। আমি মনে করি সে এটা ডিজার্ভ করে। কারণ সে অনেক পারফর্ম করেছে। ঘরোয়া ক্রিকেটে ও বিপিএলে অনেক ভালো খেলেছে গত ২-৩ বছর। এ বছরও অনেক ভালো খেলেছে। আমি মনে করি সে যেটা ডিজার্ভ করে সেটাই সে খেলেছে।‘
‘এটা অনিকের ভবিষ্যতের জন্য ভালো হয়েছে। এত চাপের ম্যাচ ছিল, তার ডেব্যু ম্যাচ ছিল। ওভারল আমি মনে করি কালকের ম্যাচটা অনেক ভালো ছিল। বিশেষ করে অনিক এবং রিয়াদ ভাই দুজনই অনেক ভালো ব্যাটিং করেছে।‘
নিজেদের ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী মিরাজ। সামনের ম্যাচগুলো সম্পর্কে বলেন তিনি, ‘আমাদের ছোট ছোট যে ঘাটতিগুলো আছে এগুলা যদি উন্নত করতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আশা করি কোন জায়গায় উন্নতি লাগবে তা নিয়ে টিম ম্যানেজমেন্ট কাজ করছে। আশা করি পরের ম্যাচে ভালো করতে পারব।‘