খরা কাটিয়েও বাবরের আফসোস
সব ধরনের বিশ্বকাপ ইতিহাসে পাকিস্তানের কাছে ভারতের হারের রেকর্ড আছে মোটে একটি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে মূলত পাকিস্তানের কাছে নয়, বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের কাছেই হেরেছিল বিরাট কোহলির দল।
এবার পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে খরা কাটানোর লক্ষ্যে নেমেছে মাঠে। এ ম্যাচেও বাবর আর রিজওয়ানই আশা দেখাচ্ছিলেন পাকিস্তানকে। বাবর অবশ্য তার আগেই খরা কাটিয়ে ফেলেছেন একটা, ভারতের বিপক্ষে তুলে নিয়েছেন প্রথম ফিফটি। এরপরও অবশ্য আফসোসে পুড়েছেন তিনি। বিদায় যে নিয়েছেন এরপরই!
টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুটা ভালোই করেছিল। ইমাম উল হক আর আব্দুল্লাহ শফিকের ব্যাটে চড়ে রান তুলছিল সাবলীলভাবেই। পাওয়ারপ্লে শেষের আগে অবশ্য আব্দুল্লাহকে হারায় পাকিস্তান। তবে এরপর বাবরকে সঙ্গে নিয়ে পাওয়ারপ্লেতে আর কোনো ভুলচুক হতে দেননি ইমাম।
পাওয়ারপ্লে শেষে ফেরেন ইমাম। হার্দিক পান্ডিয়ার অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে। এরপরই শুরু বাবর আর রিজওয়ানের লড়াইয়ের। দুজন মিলে রান তুলছিলেন অনায়াসে।
বাবর আর রিজওয়ান দু'জনই এগোচ্ছিলেন ফিফটির দিকে। মাইলফলকটা বাবরই ছুঁয়ে ফেলেন আগে। তাতে একটা আক্ষেপও ঘোচান তিনি, ভারতের বিপক্ষে সাত ইনিংসে এটাই তার প্রথম ওয়ানডে ফিফটি।
বাবর অবশ্য খুব একটা এগোতে পারেননি এরপর। মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। বড় কিছুর জন্য মঞ্চটা তৈরিই ছিল। কিন্তু সেটা কাজে লাগাতে পারলেন না বাবর। তাই মাইলফলক ছুঁয়েও আফসোস নিয়েই সাজঘরে ফিরেছেন তিনি।