বাবরদের ফিট করতে সেনাবাহিনীর দ্বারস্থ পিসিবি

  • নিউজরুম এডিটর
  • ০২:১৫ পিএম | ০৬ মার্চ, ২০২৪

সবশেষ ভারত বিশ্বকাপেই ফিটনেস নিয়ে সমালোচিত হতে হয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের। দেশটির সাবেক ক্রিকেটাররা ফিটনেস ইস্যুতে বোর্ডের দিকে আঙুল তুলতেও ছাড়েন না। আর সেটি এড়াতে এবার বেশ আগেভাগেই ফিটনেস ইস্যুতে বাড়তি নজর নতুন পিসিবি প্রধান মহসিন নাকভীর। এরইমধ্যে বাবর-শাহিন আফ্রিদিদের ফিট করতে দেশটির সেনাবাহিনীর দ্বারস্থ হয়েছেন তিনি।

মূলত, পিএসএল চলাকালীনই বাবরদের ফিটনেস ঘাটতি চোখে পড়েছে নাকভীর। আর সেই ভাবনা থেকেই আসন্ন বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ফিট করতে সেনা প্রশিক্ষণ দিতে চান তিনি। যার দিনক্ষণও এরইমধ্যে চূড়ান্ত করে ফেলেছেন নাকভী।

ফিটনেস ভাবনা কোথা থেকে মাথায় আসল তার; সেই প্রশ্নে নাকভী বলেন, ‘আমি যখন লাহোরে ম্যাচগুলি দেখছিলাম, তখন আমার মনে হয়নি আমাদের কারো একটি ছক্কাও স্ট্যান্ডে গিয়ে পড়েছে। আর বড় ছক্কা হলেও মনে হয়েছে, কোনও বিদেশী খেলোয়াড় অবশ্যই এটি মেরে থাককে। তাই আমি বোর্ডকে এমন একটি পরিকল্পনা করতে বলেছি যেন প্রতিটি খেলোয়াড়ের ফিটনেস বাড়ায়। আর এর জন্য আপনাকে যথাযথ প্রচেষ্টা করতে হবে।’

ক্রিকেটারদের টানা সূচি ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ফিটনেস ক্যাম্পের দিনক্ষণ চূড়ান্ত করে ফেলেছেন নাকভী, ‘আমাদের সামনে নিউজিল্যান্ড, তারপর আয়ারল্যান্ড, ইংল্যান্ড এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। তাই প্রশ্নটা আমারও ছিল; আমরা কখন প্রশিক্ষণ দেব? যাইহোক, আমরা একটি সময় পেয়েছি, আগামী ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত কুকুলে (সামরিক একাডেমী) একটি ক্যাম্পের আয়োজন করেছি। পাকিস্তান সেনাবাহিনী প্রশিক্ষণে জড়িত থাকবে। আশা করি, তারা ক্রিকেটারদের সাহায্য করবে।’

এদিন ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়েও সতর্ক করেছেন নাকভী, ‘আমি ১০০ শতাংশ সমর্থন করব, যদি আপনি পাকিস্তানকে প্রথম অগ্রাধিকার এবং টি-টোয়েন্টি লিগকে দ্বিতীয় অগ্রাধিকার দেন। তবে এটি দুর্ভাগ্যজনক যে কখনো অর্থ প্রথম অগ্রাধিকার এবং দেশ দ্বিতীয় অগ্রাধিকার পায়। আর যদি এটি হয় তবে সমস্যা আছে। কাজেই আপনাকে অবশ্যই পাকিস্তানের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে।’

খেলার দুনিয়া | ফলো করুন :