ধর্মশালা টেস্টে বাদ রবিনসন, একাদশে উড

ধর্মশালা টেস্টে বাদ রবিনসন, একাদশে উড

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এরইমধ্যে নিজের করে নিয়েছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে রোহিত শর্মার দল এগিয়ে ৩-১ ব্যবধানে। এরপরও জয় দিয়ে সিরিজটা শেষ করতে চায় ইংল্যান্ড। সেই লক্ষ্যে আগামীকাল ধর্মশালায় মাঠে নামবে বেন স্টোকসের দল। তার আগে একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড দল। যেই দল থেকে বাদ পড়েছেন অলি রবিনসন।

এক ম্যাচ আগেই রাঁচি টেস্টে চলতি সিরিজে প্রথমবারের মতো একাদশে জায়গা হয়েছিল রবিনসনের। টেস্টে ফিরেছিলেন প্রায় দেড় বছর পর। তবে পরের টেস্টেই ফের বাদ পড়তে হয়েছে এই পেসারকে। রাঁচিতে ব্যাট হাতে ৫৮ রানের একটা ইনিংস খেললেও তার মূল কাজ উইকেট নেওয়া। আর সেই কাজটিই করতে পারেননি এই পেসার। তাছাড়া পিঠের চোটেও ভুগতে দেখা গেছে তাই। আর সে কারনেই মূলত বাদ পড়তে হয়েছে তাকে।

রবিনসন বাদ পড়ায় একাদশে সুযোগ পেয়েছেন মার্ক উড। এই দু’জনের আসা যাওয়া ছাড়া বাকি সবাই ঠিক আছেন একাদশে। আসেনি আর কোনো পরিবর্তন।

ইংল্যান্ড একাদশ:

জ্যাক ক্রাওলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), টম হার্টলি, মার্ক উড, জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির

সম্পর্কিত খবর