‘নট আউট’ সৌম্য, হতবাক শ্রীলঙ্কা

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৮:২৭ পিএম | ০৬ মার্চ, ২০২৪

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ বা সিরিজ যেন একটু নাটক না হলে জমে না! আজও হয়ে গেল এক দফা নাটক। যা জন্ম দিল নতুন এক আলোচনারও!

বাংলাদেশকে দারুণ শুরু এনে দেওয়া সৌম্য সরকারকে ইনিংসের চতুর্থ ওভারে ফিরিয়েই দিয়েছিল শ্রীলঙ্কা। বিনুরা ফার্নান্দোকে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন সৌম্য। আবেদনে আম্পায়ার আঙুল তুলে দিয়েছিলেন।

তবে এরপরই হয়ে গেল নাটকটা। রিভিউ নিয়েছিল বাংলাদেশ। সেখানে দেখা যায় বল ব্যাটের পাশ দিয়ে যাচ্ছে যখন, তখন একটা স্পাইক ছিল আল্ট্রা এজে। তবে থার্ড আম্পায়ারের এরপরও মনে হয়েছে, ব্যাট আর প্যাডের মাঝে ফাঁকা জায়গা ছিল।  

আল্ট্রা এজ পর্যন্ত দেখে সৌম্য প্যাভিলিয়নের দিকে হাঁটতে শুরু করেছিলেন, তখনই এল নট আউটের সিদ্ধান্ত। তিনি থেমে গেলেন।

শ্রীলঙ্কানরা বিশ্বাসই করতে পারছিলেন না হচ্ছেটা কী! সঙ্গে সঙ্গে সদলবলে ছুটে যান আম্পায়ারের কাছে। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়েই গেছে। সৌম্য নট আউটই রইলেন। অগত্যা শ্রীলঙ্কাকেও মেনে নিতে হলো তা!

লঙ্কানরা মেনে নিয়েছে বটে, তবে এই ঘটনা নতুন এক বিতর্কের দুয়ারও খুলে দিয়েছে বৈকি!

খেলার দুনিয়া | ফলো করুন :