ধর্মশালায় অশ্বিন-বেয়ারস্টোর ‘সেঞ্চুরি’

ধর্মশালায় অশ্বিন-বেয়ারস্টোর ‘সেঞ্চুরি’

ছয় মাসের এদিক ওদিকে টেস্ট অভিষেক দুজনের। ধর্মশালা তাদের দুজনকেই মিলিয়ে দিল এক বিন্দুতে। ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্টে কারা কারা আছেন, সে তালিকা ম্যাচ রেফারির হাতে যেতেই রবিচন্দ্রন অশ্বিন আর জনি বেয়ারস্টো করে ফেললেন ‘সেঞ্চুরি’। আজ তাদের নামের পাশে টেস্টের সংখ্যাটা ছুঁয়ে ফেলল তিন অঙ্ক। 

সেই ২০১১ সালের নভেম্বরে অভিষেক অশ্বিনের। এরপর থেকে আজকের আগ পর্যন্ত তিনি খেলেছেন ৯৯টি টেস্ট, এরই মধ্যে পাঁচশো উইকেটশিকারির সংক্ষিপ্ত তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন। ধর্মশালায় আজ ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেন ১০০তম টেস্ট। 

একই দিনে তার ‘শত্রুশিবির’ ইংল্যান্ডের হয়েও একই মাইলফলক ছুঁলেন জনি বেয়ারস্টো। অশ্বিনের ৬ মাস পর, ২০১২ সালের মে মাসে ইংল্যান্ডের সাদা পোশাকটা গায়ে চড়িয়েছিলেন তিনি। 

দুজনের শততম টেস্টই অবশ্য শুধু এক বিন্দুতে মেলায়নি তাদের। তাদের ক্যারিয়ারের শুরুটাও একই বিন্দুতে মিলে গিয়েছিল। দুজনেরই অভিষেক হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কাছাকাছি সময়ে অভিষেক, তাই তাদের প্রতিপক্ষ অধিনায়কও মিলে গেল, ড্যারেন স্যামি। 

অশ্বিন আজ শততম টেস্টে নামছেন ১৪তম ভারতীয় ক্রিকেটার হিসেবে। আর ইংল্যান্ডের ইতিহাসের ১৭তম ক্রিকেটার হিসেবে ১০০ নম্বর টেস্টটা খেলতে নামলেন বেয়ারস্টো।

আজ ধর্মশালায় শুরু হওয়া এই টেস্টে টস জিতেছে ইংল্যান্ড, নেমে পড়েছে ব্যাট করতে। একাদশে আছে এক পরিবর্তন, সেটা আগের দিনই জানিয়ে দিয়েছিল ইংলিশরা। ওলি রবিনসনের জায়গায় দলে এসেছেন মার্ক উড।

ভারতীয় দলে আছে এক পরিবর্তন। চোটের কারণে ছিটকে গেছেন রজত পাতিদার। তার জায়গায় অভিষেক হয়েছে বাঁহাতি ব্যাটার দেবদূত পাড়িকালের। 

সিরিজটা ইতোমধ্যেই বাগিয়ে ফেলেছে ভারত। ৩-১ ব্যবধানে আছে এগিয়ে। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে, তাই কোনো ম্যাচই ‘ডেড রাবার নয়’। এই টেস্টটাতেও তাই সমান গুরুত্ব নিয়েই খেলতে হবে দুই দলকে, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে থাকতে হবে যে!

ভারত একাদশ:
যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, শুবমান গিল, দেবদূত পাড়িকাল, রবীন্দ্র জাদেজা, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহ।

ইংল্যান্ড একাদশ:
জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, বেন ফোকস, টম হার্টলি, শোয়েব বশির, মার্ক উড, জেমস অ্যান্ডারসন।

সম্পর্কিত খবর