শেষ বারের মতো আইপিএল খেলবেন কার্তিক
২০০৮ সালে আইপিএলের শুরু। এরপর থেকে এ পর্যন্ত সবকটি মৌসুমে খেলেছেন, এমন ক্রিকেটারের সংখ্যা মাত্র ৭। তারই একজন দিনেশ কার্তিক। তবে আসছে আসরে কার্তিকের এই যাত্রায় ছেদ পড়তে যাচ্ছে। এবারই যে শেষ আইপিএল খেলতে নামবেন তিনি!
ক্রিকইনফো জানাচ্ছে এ খবর। এখানেই শেষ নয়। আসছে জুনে ৩৯ বছর পূর্ণ করতে চলা কার্তিক শিগগিরই তার আন্তর্জাতিক ক্যারিয়ারেও যতিচিহ্ন টেনে দেবেন বলে জানাচ্ছে সংবাদ মাধ্যমটি।
দিল্লি ডেয়ারডেভিলসে আইপিএল ক্যারিয়ার শুরুর পর কিংস ইলেভেন পাঞ্জাবে, মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট লায়ন্স, কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন তিনি। এই ১৬ মৌসুমে তিনি মোটে ২ ম্যাচে তিনি ছিলেন না দলের একাদশে।
আইপিএলে অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন কার্তিক। ২০১৮ থেকে ২০২০ এই তিন মৌসুমে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছেন ৩৭ ম্যাচে। সব মিলিয়ে আইপিএলে অধিনায়ক হিসেবে ২১টি জয়, ২১টি হার ও ১ টাই আছে তার।
ক্রিকেট ছাড়ার আগেই তিনি নাম লিখিয়েছেন ধারাভাষ্যকার হিসেবে। ক্রিকেট ছাড়ার পরেও যে তাই করবেন, তা বলাই বাহুল্য!