কুলদীপ-অশ্বিনের দিনে ইংল্যান্ডের সংগ্রহ মোটে ২১৮
দ্বিতীয় সেশনেই ইংলিশদের প্রায় অলআউট করে ফেলেছিল ভারত। চা বিরতির আগেই ১৯৪ রানে তুলে নিয়ে ছিল ইংল্যান্ডের ৮ উইকেট। শেষ সেশনে মাত্র ২.৪ ওভার স্থায়ী হয়েছে ইংলিশদের ব্যাটিং। আর তাতেই স্কোরটা দাঁড়িয়েছে ২১৮ রান। আর ধর্মশালায় সফরকারীদের এই রানে আটকে রাখার মূল দায়িত্বটা পালন করেছেন ভারতের দুই স্পিনার কুলদীপ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। দু’জনে মিলে তুলেছেন ইংলিশদের ৯ উইকেট।
সিরিজ জয়ের কাজটা আগেই সেরে রেখেছে ভারত। ধর্মশালায় এখন জয় দিয়ে সিরিজ শেষ করার অপেক্ষায় রোহিত শর্মার দল। এর বাইরেও ম্যাচটা বিশেষ গুরুত্ব পাচ্ছে জনি বেয়ারস্টো ও রবিচন্দ্রন অশ্বিনের শততম টেস্ট হওয়ায়।
এমন বিশেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ হয়নি ইংল্যান্ডের। দলীয় ৬৪ রানে প্রথম উইকেট হারিয়েছিল দলটি। এরপর দলীয় ১০০ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজে গিয়েছিল ইংল্যান্ড। তখনও বেশ শক্ত অবস্থানে তারা। এরপর লাঞ্চ থেকে থেকে ফিরতেই যেন সব এলোমেলো। পরের সেশনে নেই ৬ উইকেট।
এরমধ্যে ১৭৫ থেকে ২১৮ শেষ ৪৩ রানে ইংল্যান্ড হারিয়েছে নিজেদের শেষ ৬ উইকেট। রবিচন্দ্রন অশ্বিন শেষটা করলেও ইংলিশদের উইকেটে ধস নামানোর কাজটা করেছেন মূলত কুলদীপ। ইংলিশদের শুরুর ৬ ব্যাটারের পাঁচ জনকেই নিজের শিকারে পরিণত করেছেন কুলদীপ। তার দিনে জ্যাক ক্রাওলির ৭৯ রান ছাড়া বলার মতো সংগ্রহ করতে পারেনি ইংলিশদের কোনো ব্যাটার।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
ইংল্যান্ড ২১৮; (ক্রাওলি ৭৯, বেয়ারস্টো ২৯; অশ্বিন ৪/৫১, কুলদীপ ৫/৭২)