টি-টোয়েন্টির মাঝেই ওয়ানডে সিরিজ নিয়ে সিরিয়াস বাংলাদেশ

টি-টোয়েন্টির মাঝেই ওয়ানডে সিরিজ নিয়ে সিরিয়াস বাংলাদেশ

জমে উঠেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। সিরিজ নির্ধারণী ম্যাচ মাঠে গড়াবে আগামী ৯ মার্চ বেলা সাড়ে তিনটায়। যেখানে লঙ্কানদের হারিয়ে সিরিজ নিজেদের করতে মরিয়া নাজমুল হোসেন শান্তর দল। তবে শুধু টি-টোয়েন্টি সিরিজ নিয়েই বসে নেই বাংলাদেশ দল। চট্টগ্রামে লঙ্কানদের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজটাও নিজেদের করতে চাই বাংলাদেশ। সেই লক্ষ্যে প্রস্তুতিটাও শুরু করে দিয়েছে ওয়ানডে দলের সদস্যরা।

বৃহস্পতিবার টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা ঐচ্ছিক অনুশীলনে যোগ না দিয়ে ছুটি উপভোগ করলেও অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ওয়ানডে দলের সদস্যরা। অনুশীলনে দেখা গেছে মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামদের।

অনুশীলনে বরাবরই বড্ড সিরিয়াস মুশফিক। তার পরিশ্রম ও ডেডিকেশন বরাবরই অনুসরণীয় সতীর্থদের কাছে। ম্যাচে যাই হোক প্রস্তুতিটা নেওয়া চাই শতভাগ। সেই ছাপ এদিনও চোখে পড়েছে। বিপিএলে ফরচুন বরিশালকে শিরোপা জিতিয়ে সিলেটে পৌঁছেই অনুশীলনে নেমে গেছেন দেশের অভিজ্ঞ এই ক্রিকেটার।

এদিন শুরুতে দৌড়ে ঘাম ঝরানোর পর ব্যাট হাতে অনুশীলন করেছেন মুশি। শুরুতে অবশ্য নক করেছেন প্যাড না পরেই। পরে প্যাড পরে নেটে লম্বা সময় ব্যাটিং করেছেন। এসময় তাকে বল করে নিজেদের অনুশীলনটাও সেরে রেখেছে তাইজুল ও মিরাজ। এ সময় পাশে দাঁড়িয়ে ক্রিকেটারদের অনুশীলন পর্যবেক্ষণ করেছেন মনোবিদ ফিল জোন্স। ব্যাটিং শেষে কোচ চান্ডিকা হাথুরুসিংহের কাছ থেকে ম্যাচের পরিকল্পনাও বুঝে নিতে দেখা গেছে মুশফিককে।

এবারের বিপিএলটা অবশ্য ভালোই গেছে ওয়ানডে দলে জায়গা পাওয়া এই চার ক্রিকেটারের। সদ্য শেষ হওয়া বিপিএলে বরিশালকে প্রথমবারের মতো শিরোপা জেতাতে ব্যাট হাতে ১৫ ম্যাচে ৩৮০ রান করেছেন মুশি।

অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ১৩ ম্যাচে ৩২ গড় ও ১৩৫.৬৮ স্ট্রাইকরেটে মোট ৩৮৪ রান করেছেন তানজিদ তামিম। টুর্নামেন্টে একটি সেঞ্চুরিও রয়েছে তার। বরিশালকে চ্যাম্পিয়ন করতে ভূমিকা রেখেছেন তাইজুল ও মিরাজও। এবার সেই ফর্মটাকে জাতীয় দলে টেনে আনার পালা। আর সেটি হলেই সাফল্য পাবে বাংলাদেশ।

লঙ্কানদের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৩ মার্চ। এরপর বাকি দুটি ম্যাচ হাবে ১৫ ও ১৮ মার্চ। সিরিজের সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামে।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক, লিটন দাস (উইকেটরক্ষক ব্যাটার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, তানজিদ হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়।

সম্পর্কিত খবর