ক্রাইস্টচার্চেও ছন্নছাড়া কিউইরা
ঘরের মাটিতে যেন এক দুঃস্বপ্নের সিরিজ পার করছে নিউজিল্যান্ড। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। লড়াইটা এমনিতেও সহজ হওয়ার ছিল না। তবে এমন নাস্তানাবুদ হওয়ার কথা আদতে হয়তো ভেবেছিলেন না উইলিয়ামসন-সাউদিরা। সফরের শুরুতে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হার। পরে ওয়েলিংটন টেস্টে দুই ইনিংসে কিউইদের অবস্থা ঠিক এমন, ১৭৯ এবং ১৯৬। সেখানেও ১৭২ রানের বড় ব্যবধানে হারে স্বাগতিকরা।
এতে ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি মান বাঁচানোর, সঙ্গে সিরিজও। এদিকে আরও একটি মাইলফলক বিবেচনায় টেস্টটি কিউইদের জন্য গুরুত্বপূর্ণ। দলের দুই তারকা ক্রিকেটার টিম সাউদি ও কেন উইলিয়ামসন নিজেদের শততম টেস্টে নেমেছে ক্রাইস্টচার্চে। তবে ফর্মহীন অবস্থা জারি রেখে ক্রাইস্টচার্চের প্রথম দিনেও পুরোদস্তুর ছন্নছাড়া কিউইরা।
দিনের দ্বিতীয় সেশনেই গুটিয়ে গেছে প্রথম ইনিংস। সেখানে ৪৫.২ ওভারে ১৬২ রানের মামুলি সংগ্রহ দাঁড় করিয়েছে তারা। সর্বোচ্চ ৩৮ রান এসেছে টম ল্যাথামের ব্যাট থেকে। নিজের শততম টেস্টের প্রথম ইনিংস ঠিক স্মরণীয় হলো না উইলিয়ামসনে। জশ হ্যাজলউডের লেগ বিফোরের ফাঁদে স্রেফ ১৭ রান করেছেন তিনি।
এদিকে ওয়েলিংটনের পর বল হাতে ক্রাইস্টচার্চেও দারুণ ছন্দে ছিলেন হ্যাজলউড। তুলে নিয়েছেন ফাইফার। এছাড়া তিনটি উইকেট নেন আরেক পেসার মিচেল স্টার্ক।
বোলিংয়ে দারুণ পারফর্মের পর ব্যাটিংয়ে শুরুতে ধাক্কা খেলেও তা অনেকটা সামলে নিয়েছে অজিরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ ওভার শেষে ২ উইকেটে ৭৭ রান তুলেছে প্যাট কামিন্সের দল।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৬২ (৪৫.২ ওভার) (ল্যাথাম ৩৮, হেনরি ২৯; হ্যাজলউড ৫/৩১, স্টার্ক ৩/৫৯)