বিশ্বকাপ শেষ শানাকার, দলে করুনারত্নে
বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। হেরেছে দুটিতেই। আত্মবিশ্বাসটাও তাই তলানিতে। এই অবস্থায় বিপদ আরও বেড়েছে অধিনায়ক দাসুন শানাকার চোট। খবর অনুযায়ী ঊরুর মাংসপেশিতে চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে দলে জায়গা হয়েছে চামিকা করুনারত্নের।
গত ১০ অক্টোবর পাকিস্তানের কাছে হেরে যাওয়া ম্যাচে ঊরুতে চোট পান শানাকা। সেই চোটেই আসর শেষ হয়ে গেছে তার। এর আগে দলটিকে কোয়ালিফায়ার থেকে বিশ্বকাপের টিকিট পাইয়ে দেওয়া তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাও ছিটকে যান চোটে। যার প্রভাব বেশ ভালোই টের পাচ্ছে লঙ্কানরা। এবার দল থেকে ছিটকে যেতে হলো শানাকাকেও।
অবশ্য সবশেষ এশিয়া কার্প ব্যর্থতায় এমনিতেও প্রশ্নের মুখে ছিল শানাকার নেতৃত্ব। বলা হচ্ছিল তার নেতৃত্বে দল ভাল করলেও তিনি নিজে যাচ্ছেন বাজে সময়ের মধ্যে দিয়ে। সবশেষ পাকিস্তানের বিপক্ষে হারের দায়ও তাকেই দিচ্ছেন অনেকে। ওই ম্যাচে কুসল মেন্ডিস ও সামারাবিক্রমার আগ্রাসী সেঞ্চুরির পর ধারণা করা হচ্ছিল লঙ্কানরা স্কোরবোর্ডে ৩৬০-৩৮০ রানের বেশি টার্গেট ছুড়বে পাকিস্তানকে।
তবে শেষ পর্যন্ত মিডল অর্ডার ও টেলেন্ডাররা তা পারেনি। লঙ্কানদের ইনিংস থেমেছে ৩৪৪ রানে। যার দায় চুকাতে হয়েছে ম্যাচ হেরে। ওই ম্যাচে ১৮ বলে শানাকার ১২ রানের ইনিংসটিকে তোলা হয়েছে কাঠগড়ায়। এবার বিশ্বকাপের আসর থেকেই ছিটকে যেতে হলো তাকে।