নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের গোল উৎসব

নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের গোল উৎসব

সাফ অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল বাংলাদেশ নারী ফুটবল দল আগেই নিশ্চিত করে রেখেছে। তার আগে আজ ভুটানের বিপক্ষে ছিল তাদের গ্রুপপর্বের শেষ ম্যাচ। নিয়মরক্ষার এই ম্যাচেও বাংলাদেশ রীতিমতো গোলউৎসব করেছে। ভুটানকে উড়িয়ে দিয়েছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে।

১৩ মিনিটে ফাতেমা আক্তারের ক্রসে মাথা ছুঁইয়ে বল ভুটানের জালে প্রথমবারের মতো জড়ান সুরভী আকন্দ প্রীতি। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। প্রথম গোলের কারিগর ফাতেমার দূরপাল্লার ফ্রি কিক সরাসরি গিয়ে আছড়ে পড়ে জালে। মিনিট দুয়েক পর তৃতীয় গোলের যোগানটাও সেই ফাতেমাই দিলেন। তার কর্নারে মাথা ছুঁইয়ে দলের ব্যবধান আরও বাড়ান ক্রানুচিং মারমা। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই চতুর্থ গোলের দেখা পেয়ে যায় বাংলাদেশ। মোমিতা খাতুনের ক্রস প্রীতি পায়ে লাগাতে না পারলেও গোলরক্ষকের সামনে থেকে সাথি মুন্ডার শটটা ঠিকই জালের ঠিকানা খুঁজে নেয়। ৬৯ মিনিটে মোমিতার নিচু ক্রস বক্সে পেয়ে দারুণ এক শটে ভুটানি গোলরক্ষককে পরাস্ত করেন থুইনুই মারমা। পঞ্চম গোলটা পেয়ে যায় বাংলাদেশ।

এরপর ৭৭ মিনিটে বাংলাদেশ পায় শেষ গোলের দেখা। সুরভি আকন্দ প্রীতি একক নৈপুণ্যে ভুটানি রক্ষণকে ভেঙে চুরে দেন। এরপর সামনে এগোতে থাকা গোলরক্ষককে এড়িয়ে বলটা জড়ান প্রতিপক্ষের জালে।

বাংলাদেশ ম্যাচটা শেষ করে ৬-০ গোলে জিতে। এই জয়ের ফলে অবশ্য পয়েন্ট তালিকায় কোনো হেরফের হয়নি। আগে থেকেই নিশ্চিত ছিল বাংলাদেশ-ভারত ফাইনাল। সেই ফাইনাল আগামী রোববার। তার আগে প্রস্তুতিটা যে বাংলাদেশের মন্দ হয়নি, তা বলাই বাহুল্য। 

সম্পর্কিত খবর