রোহিত-গিলের শতরানে বড় লিড ভারতের
ধর্মশালা টেস্টের দ্বিতীয় দিন শেষেই জয়ের পথ করে নিয়েছে ভারত। ২৫৫ রানে লিড প্রথম ইনিংসেই। ৮ উইকেট হারালেও বড় রানের লিড রোহিত শর্মারা দারুণ স্বস্তিতে ফিরলেন। ইংল্যান্ডের হয়ে শোয়েব বশির ৪ উইকেট তুললেও প্রতিপক্ষ নির্ভার।
ভারত প্রথম সেশনে কোনও উইকেট হারায়নি। রোহিত শর্মা আর শুভমন গিলের হাত ধরে ১৭১ রানের জুটি ভারতকে বড় রানে লিড এনে দেয়। দ্বিতীয় সেশনে তাঁরা আউট হলেও সরফরাজ খান এবং দেবদত্ত পাড়িক্কল এগিয়ে নেন দলকে। দু'জনে মিলে ৯৭ রানের জুটি গড়েন। অভিষেক ম্যাচ খেলতে নেমে পাড়িক্কল করেন ৬৫ রান।
এ পর্যায়ে ৪২৮ রানে ৮ উইকেট হারায় ভারত। তখন মনে হচ্ছিল হয়তো শুক্রবারই শেষ হয়ে যেতে পারে ভারতের ১ম ইনিংস। তখনই যশপ্রীত বুমরাহ এবং কুলদীপ যাদব মিলে ৪৫ রান যোগ করেন। দিনের শেষে উইকেট ছাড়েন হাসিমুখে কুলদীপ (২৭) এবং বুমরাহ (১৯) রয়েছেন।
এর আগে ধর্মশালায় প্রথম দিনের ফিফটিকে সেঞ্চুরিতে নিয়ে যান রোহিত শার্মা। শতরান তুলে নেন শুবমান গিলও।
ভারত প্রথম দুই সেশনে দুই উইকেট হারায়। শেষ সেশনে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ড ঘুরে প্রতিরোধ গড়লেও নবম উইকেট জুটিতে তাদের হতাশ করেন কুলদিপ ও বুমরাহ বেশ সামাল দেন। ১০৮ বলে ৪৫ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন এই দুজন।
এদিন অধিনায়ক রোহিত ১৬২ বলে ১৩ চার ও ৩ ছক্কায় তুলেন ১০৩ রান। ১৫০ বলে ১২ চার ও ৫ ছক্কায় ১১০ রান করে ফেরেন গিল। ১৭১ রান জুটি গড়েন তারা। পাডিক্কাল ১০ চার ও এক ছক্কায় ১০৩ বলে ৬৫ রান করেন। ৬০ বলে ৮ চার ও এক ছক্কায় ৫৬ রান তুলেন সরফরাজ।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড ১ম ইনিংস: ২১৮/১০ (ক্রাওলি ৭৯, বেয়ারস্টো ২৯; অশ্বিন ৪/৫১, কুলদীপ ৫/৭২)
ভারত ১ম ইনিংস: (আগের দিন ১৩৫/১) ১২০ ওভারে ৪৭৩/৮ (রোহিত ১০৩, গিল ১১০, পাডিক্কাল ৬৫, সারফারাজ ৫৬, জাদেজা ১৫, জুরেল ১৫, অশ্বিন ০, কুলদিপ ২৭*, বুমরাহ ১৯*; অ্যান্ডারসন ১৪-১-৫৯-১, উড ১৫-১-৮৯-০, হার্টলি ৩৯-৩-১২৬-২, বাশির ৪৪-৫-১৭০-৪, স্টোকস ৫-১-১৭-১, রুট ৩-০-৮-০)
#২য় দিন শেষে