শান্তদের সামনে একাধিক কীর্তির হাতছানি
শেষ কবে বাংলাদেশকে কোনো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হারতে দেখেছেন মনে করতে পারবেন? টাইম ফ্রেমে ২০২৪, ২০২৩ পেরিয়ে যেতে হবে ২০২২ সালে। জিম্বাবুয়ের মাটিতে আগস্টে তাদের বিপক্ষে হারারেতে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হার।
এরপর বাংলাদেশ খেলেছে পাঁচটা দ্বিপাক্ষিক সিরিজ। জিতেছে চারটায়। সবশেষ সিরিজটা ১-১ সমতায় হয়েছিলো ড্র। তবে কিইউদের বিপক্ষে সেই সিরিজেও আছে প্রাপ্তি। প্রথমবার তাদের মাটিতে টি-টোয়েন্টি জয়ের স্বাদ। বৃষ্টি স্বাগতিকদের সহায় না হলে আসলে সেই সিরিজটাও বাংলাদেশ জিততে পারতো ২-১ ব্যবধানে।
এর আগে আফগানিস্তানকে ঘরের মাঠে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়েছিলো বাংলাদেশ। এর আগে আইরিশদের বিপক্ষে সাকিবের দল জিতেছিলো ২-১ ব্যবধানে। এক বছর আগে, মার্চেই টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ৩-০ ব্যবধানে।
তারও আগে ২০২২ সালের সেপ্টেম্বরে আরব আমিরাতকে হারিয়েছে ২-০ ব্যবধানে। অর্থাৎ সবশেষ পাঁচ দ্বিপাক্ষিক সিরিজের একটাতেও হারেনি বাংলাদেশ। জিতেছে চারটাতেই।
তবে এত কিছুর পরেও শনিবারের ম্যাচটা বাংলাদেশের জন্য ইতিহাসের হাতছানি নিয়েই অপেক্ষা করছে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নেই বাংলাদেশের। কাল লঙ্কানদের হারাতে পারলে এটাই হবে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।
সেই সঙ্গে টানা ছয় দ্বিপাক্ষিক সিরিজ না হারার কীর্তি তো আছেই। ম্যাচটা যদি কোনো কারণে মাঠে নাও গড়ায় কিংবা ফলাফল নাও আসে তাও এই কীর্তি গড়বে বাংলাদেশ।