ইতিহাস গড়ার আশা হাথুরুসিংহের
ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে কখনো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা হয়নি। আগামীকাল জিততে পারলে সে কীর্তিটাও ধরা দেবে নাজমুল হোসেন শান্তর হাতে। সে ইতিহাসটা গড়তে চান হাথুরুসিংহে।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাথুরু সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এমন কিছুর সামনে দাঁড়িয়ে যা আগে করতে পারিনি। ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে। হাসারাঙ্গাও খেলবে কাল। আমরা সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে।’
বাংলাদেশই জিতবে, আশা করছেন হাথুরু, তবে তার আগে দলকে বেধে দিয়েছেন কিছু পূর্বশর্ত। বললেন, ‘নিজেদের শতভাগ দিয়ে ম্যাচ জিততে চাই। দিনের বেলা খেলা, তাই কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমরা গেমপ্ল্যান বাস্তবায়ন করতে পারলে সিরিজ জিততে পারব। তবে শ্রীলঙ্কা অনেক ভালো দল। ’
শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার আগে দলকে সুখস্মৃতি দিচ্ছে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাওয়া দারুণ এক জয়। কোচ হাথুরু নিশ্চিতভাবে তারই পুনরাবৃত্তি চাইবেন। বললেন, ‘গত ম্যাচ ছিল পারফেক্ট গেম। বোলিং-ব্যাটিং দুই বিভাগেই গেম প্ল্যান এক্সিকিউট করতে পেরেছি।’
প্রথম ম্যাচে খুব কাছে গিয়েও ম্যাচটা জেতা হয়নি। হারতে হয়েছিল তিন রানে। সেই দলটা দ্বিতীয় ম্যাচে জিতেছে সব বিভাগে প্রভাব বিস্তার করে। কোচ হাথুরু বললেন, এসব দল হার থেকে শিক্ষা নিয়েছে বলেই।
তার কথা, ‘আমার কাছে গুরুত্বপূর্ণ হলো প্রথম ম্যাচের হার থেকে আমরা কতটা শিখলাম। প্রথম ম্যাচে দুই দলের ক্ষেত্রেই শিশির প্রভাব ফেলেছে। সেখান থেকে বোলাররা শিখতে পেরেছে এমন পিচে শিশির থাকাকালে কীভাবে বল করতে হবে। গত ম্যাচে ব্যাটাররা যেভাবে পাওয়ারপ্লে কাজে লাগিয়েছে, এটা দেখা অনেক স্বস্তির।’