মেয়র কাপ থেকে উঠে আসবে জাতীয় দলের খেলোয়াড় : পাপন
ঢাকা মেয়র কাপের ফুটবলের পর্দা নামল আজ। কমলাপুরের কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে এর সমাপনী অনুষ্ঠানে হাজির ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। সেখানে তিনি জানিয়েছেন, মেয়র কাপের মতো টুর্নামেন্ট ক্রিকেট-ফুটবলের মতো জনপ্রিয় খেলাগুলোতে নতুন নতুন খেলোয়াড়ের যোগান দেবে।
যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, ‘একসময় ক্রিকেট খেলায় ঢাকা থেকেই সবচেয়ে বেশি খেলোয়াড় পাওয়া যেত। এখন সারা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে খেলোয়াড় আসলেও ঢাকা থেকে তেমন খেলোয়াড়ই পাওয়া যায় না। কাজেই আমি মনে করি, ঢাকা মেয়র কাপের মতো এ ধরনের টুর্নামেন্টে আয়োজনের মাধ্যমে ঢাকা থেকেও অবশ্যই আমরা আমাদের জাতীয় দলের জন্য নতুন নতুন খেলোয়াড় পাবো, যারা আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে।’
মেয়র কাপের আয়োজক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তাদের এমন যে কোন আয়োজনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘খেলাধুলার উন্নয়নে আমার মন্ত্রণালয় এবং আমার ব্যক্তিগত তরফ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতার হাত প্রসারিত করে আমি সবসময় দক্ষিণ সিটির মেয়রের পাশে থাকব।’
মেয়র কাপের ফাইনালে দর্শক সমাগমও হয়েছিল বেশ। এ দেখে অভিভূত ক্রীড়া মন্ত্রী বলেন, ‘এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে আমি বেশ কিছু টুর্নামেন্টের ফাইনালে গিয়েছি। কিন্তু আজকে এখানে যে পরিবেশ তা দেখে আমি সত্যিই অবাক হয়ে গেছি। যে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে এরকম দর্শক উপস্থিতি হয়। এত দর্শক, এত উৎসাহ-উদ্দীপনা আমি ঢাকা শহরে এর আগে কোনো খেলায় দেখিনি। আমার আজ খুবই ভালো লাগছে।’