লিটন-সৌম্যতেই আস্থা কোচের

লিটন-সৌম্যতেই আস্থা কোচের

দুই বছরে ১৩টি ওপেনিং জুটি। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ওপেনিং জুটি নিয়ে হাঁসফাঁসটা এই একটা তথ্যতেই পরিষ্কার। চলতি বছরের শুরুতে আরও একবার বদলে গেল ওপেনিং জুটির মুখ। লিটনের সঙ্গে ওপেনিংয়ে পাঠানো হলো সৌম্য সরকারকে।

দুজন মিলে দুই ম্যাচে যেমন পারফর্ম করেছেন, তাতে খুব ভালো যে করছেন, তা বলা মুশকিল। তবে দ্বিতীয় ম্যাচে দুজন মিলে ওপেনিং জুটিতে এনে দিয়েছেন ৬৮ রান। ১৬৬ রান তাড়া করতে নেমে এমন ওপেনিং জুটি কাজটা সহজই করে দেয়।

কোচ হাথুরুসিংহের মনে ধরেছে দুজনের এই ম্যাচের অ্যাপ্রোচ। তাই তিনি আস্থা রাখতে চান এই জুটির ওপরই। তিনি আজ বললেন, ‘অতীতে আমাদের ওপেনিং জুটি ভালো করতে পারেনি। আমরা সেই ভুলগুলো শোধরাতে চাইছি। যদি তারা ভালো করে, আমরা খুব বেশি পরিবর্তন করতে চাই না। যদি এটা কাজ করে, অবশ্যই অব্যাহত রাখতে চাই। এটা শুধু ওপেনিং জুটির ক্ষেত্রেই নয়। হ্যাঁ পাওয়ার-প্লেতে ওদের এপ্রোচ ভালো ছিল।’

সৌম্য দুই ম্যাচ মিলিয়ে করেছেন ৩৮ রান। তবে কোচ হাথুরুর কাছে সৌম্য স্রেফ একজন ব্যাটারই নয়, কার্যকরী একজন বোলারও! সে ভূমিকাতে অবশ্য সৌম্য সফল। দ্বিতীয় ম্যাচে মহাগুরুত্বপূর্ণ একটা ব্রেকথ্রু এনে দিয়েছিলেন, যখন আর সবাই বোলিংয়ে ব্যর্থ হচ্ছিলেন, ঠিক তখন।

হাথুরুর ভরসা তাই সৌম্য সরকারের এই পুরো প্যাকেজটার ওপরই, ‘সৌম্য (লিটনের সঙ্গে) ওপেনিং জুটিতে ৬৩ রান এনে দিয়েছে। আপনার কয়টা সেঞ্চুরি আছে এই ফরম্যাটে তা বিবেচ্য নয়। দলে কতটা অবদান রাখছে এটাই গুরুত্বপূর্ণ। সে এখন দলে অবদান রাখছে। সেদিন গুরুত্বপূর্ণ উইকেটও এনে দিয়েছে। দুই ম্যাচেই ওদের সবচেয়ে ভয়ানক খেলোয়াড়কে আউট করেছে।’

সম্পর্কিত খবর