সিলেটে আজ ‘অলিখিত’ ফাইনালে নামছে বাংলাদেশ-শ্রীলঙ্কা
ক্রিকেট দুনিয়ায় দলীয় দ্বৈরথ। সেখানের তালিকায় আসতে পারে ভারত-পাকিস্তান, ভারত-অস্ট্রেলিয়া কিংবা অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের নাম। তবে বর্তমানে সেই তালিকায় যেন নতুন এক জোড়া, বাংলাদেশ-শ্রীলঙ্কা। প্রতিদ্বন্দ্বিতা, জয়ের ক্ষুধা, মাঠে উত্তাপ সব মিলিয়ে বর্তমানে অন্যরকম মোড় নেয় দক্ষিণ এশিয়ার এই দুই দলের ম্যাচ।
বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের। এতে সাদা বলের স্বল্প এই ফরম্যাটের ম্যাচের দিকে দলগুলোর বাড়তি পর্যালোচনা, ব্যতিক্রম নয় শান্ত-লিটনদের জন্য। ঘরের মাটিতে শ্রীলঙ্কা বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ইতিমধ্যে হয়ে গেছে দুই ম্যাচ। সেখানে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে ‘অলিখিত’ ফাইনাল। সেই ফাইনালেই আজ (শনিবার) মাঠে নামছে দুই দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়।
সিরিজটির এই অবস্থায় লঙ্কানদের থেকে খানিকটা এগিয়েই আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে সফরকারীদের দেওয়া ২০৭ রানের বিশাল লক্ষ্যের একদম দ্বারে এসে (৩ রানে) হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল। তবে পরের ম্যাচেই ব্যাট-বল-ফিল্ডিং তিনেই যেন লঙ্কানদের কোনোরকম পাত্তাই দেয়নি স্বাগতিকরা। ৮ উইকেটের সেই জয়ে সিরিজে বেশ শক্তভাবেই ঘুরে দাঁড়ায় শরিফুল-তাসকিনরা।
এদিকে সিরিজের শেষ ম্যাচে ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কা বিপক্ষে কখনোই টি-টোয়েন্টি সিরিজ জেতেনি দলটি। এতে জয় তুলে নিয়ে সেই ইতিহাসই গড়তে চাইবে তারা।
আজকের ম্যাচের বাংলাদেশের সম্ভাব্য একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। আগের দুই ম্যাচের অপরিবর্তিত একাদশই দেখা যেতে পারে এই ম্যাচে। এদিকে লঙ্কানদের একাদশে নিশ্চিতভাবেই দেখা মিলবে পরিবর্তনের। দুই ম্যাচ নিষেধাজ্ঞার পর এই ম্যাচে ফিরবেন সফরকারীদের এই ফরম্যাটের নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। আবার চোটের কারণে এই ম্যাচের আগে ছিটকে গেছে দলটির পেসার মাথিশা পাতিরানা। এতে ইঙ্গিত দিচ্ছে একাধিক পরিবর্তনেরই।