ইতিহাস গড়ে অ্যান্ডারসনের ৭০০

ইতিহাস গড়ে অ্যান্ডারসনের  ৭০০

সিরিজটা আগেই হাতছাড়া হয়ে গেছে ইংল্যান্ডের। হায়দরাবাদ টেস্ট জয়ের পর টানা তিন টেস্টেই হেরেছে তারা। এতে সিরিজের শেষ ও পঞ্চম টেস্ট নামার আগেই ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারত। ধর্মশালা টেস্ট তাই পরিণত হয়েছিল  নিয়মরক্ষার। তবে এই টেস্টের অনন্য এক কীর্তির সামনে দাঁড়িয়ে ছিলেন ইংলিশদের তারকা পেসার জেমস অ্যান্ডারসন। 

ধর্মশালা টেস্টে নামার আগে ১৮৬ টেস্টে অ্যান্ডারসনের উইকেট সংখ্যা ছিল ৬৯৮। ৭০০ উইকেটের অভিজাত ক্লাবে প্রবেশ করতে দরকার ছিল দুই উইকেটের। ধর্মশালা টেস্টের দ্বিতীয় দিনটাও ছিল স্পিনারদের। সেখানে একটি উইকেট নিয়েছিলেন অ্যান্ডারসন। পরে আজ (শনিবার) তৃতীয় দিনের একদম শুরুতেই আরও একটি উইকেট তুলে নেন এই ডানহাতি পেসার। কুলদীপ যাদবের সেই উইকেট তুলেই লাল বলের ক্রিকেটে প্রথম পেসার হিসেবে ৭০০ উইকেট নিলেন অ্যান্ডারসন। 

এছাড়া সামগ্রিকভাবে সবচেয়ে বেশি উইকেটশিকারির তালিকায় তৃতীয় স্থানে আছেন অ্যান্ডারসন। আগের দুইজনই স্পিনার। ৮০০ উইকেট নিয়ে তালিকার সবার ওপরে মুত্তিয়া মুরালিধরন এবং ৭০৮ উইকেট নিয়ে দুইয়ে আছেন শেন ওয়ার্ন। এতে আর ৯ উইকেট শিকারে প্রয়াত অজি কিংবদন্তিকেও ছাড়িয়ে যাবেন অ্যান্ডারসন। 

ইংলিশ এই তারকা পেসারের কীর্তি গড়ার দিনে নিজেদের প্রথম ইনিংসে ৪৭৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। সেখানে সর্বোচ্চ ১১০ রান এসেছে শুভমান গিলের ব্যাট থেকে এবং আরেক সেঞ্চুরিয়ান অধিনায়ক রোহিত শর্মা করেছেন ১০৩ রান। এদিকে বোলিংয়ে রাঁচির পর ধর্মশালাতেও ফাইফার তোলেন বশির। 

এদিকে দ্বিতীয় ইনিংসে ২৫৯ রানের বড় ব্যবধানে পিছিয়ে ব্যাটিংয়ে নেমে আরও একবার ব্যাটিং ব্যর্থতার জানান দিচ্ছে বেন স্টোকসের দল। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভার শেষে ৩ উইকেটে ৪১ রান তুলেছে তারা। 

এর আগে প্রথম ইনিংসে জ্যাক ক্রলির ৭৯ রান ছাড়া বাকি সবার ব্যর্থতার ইনিংস শেষে ২১৮ রানে থামে ইংল্যান্ড। ইনিংস হার এড়াতে এখনো ২১৮ রান প্রয়োজন সফরকারীদের।

সম্পর্কিত খবর