ক্রাইস্টচার্চ টেস্ট: লাবুশেনের সেঞ্চুরির আক্ষেপ, হেনরির ৭ উইকেট
ক্রাইস্টচার্চ টেস্টের আগে ব্যাট হাতে বাজে সময় পার করছিলেন মারনাস লাবুশেন। আগের তিন টেস্টের ছয় ইনিংসে সর্বোচ্চ ১০ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার। এতে তার একাদশে থাকা নিয়ে উঠেছিল আলোচনা। তবে নিউজিল্যান্ড সফরের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে লাবুশেনের ওপর এখনো ভরসার রাখার কথা জানিয়েছেন অজিদের হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। এবং তারই প্রতিদান যেন দিলেন ক্রাইস্টচার্চের প্রথম ইনিংসে।
লাবুশেনের এই রানের ফেরার দিনে বোলিং প্রান্তে পেস তাণ্ডব চালিয়েছেন ম্যাট হেনরি। নিয়মিত বিরতিতে একের পর এক ব্যাটারকে যখন সাজঘরের রাস্তা দেখাচ্ছিলেন এই ডানহাতি পেসার, তখন অপরপ্রান্তে থিতু হয়ে এগোচ্ছিলেন লাবুশেন, সেঞ্চুরির পথে। তবে একদম দ্বারে এসে সেই পথে বাঁধা দিল নিজের শততম টেস্টে নামা কিউই অধিনায়ক টিম সাউদি। এর আগে পুরো ইনিংসে উইকেট না পেলেও দিনের সবচেয়ে উইকেট নিয়েই শততম টেস্ট খেলছেন সাউদি। লাবুশেন আউট হন ৯০ রান করে। এতে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ থামে ২৫৬ রানে। এদিকে গুনে গুনে ৭টি উইকেট তুলেছেন হেনরি।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিজেদের রান খরা কাটাতে অনেকটাই সফল কিউইরা। দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে স্বাগতিকরা। এতে এখন পর্যন্ত ৪০ রানের লিড পেয়েছে টিম সাউদির দল।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে সিরিজে চলমান ছন্নছাড়া ব্যাটিং আরও একবার দর্শীয়ে প্রথম ইনিংসে স্রেফ ১৬২ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। সেখানে অজিদের হয়ে ফাইফার পান জশ হ্যাজলউড।
সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় দিন শেষে)
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৬২ (৪৫.২ ওভার) (ল্যাথাম ৩৮, হেনরি ২৯; হ্যাজলউড ৫/৩১, স্টার্ক ৩/৫৯)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২৫৬ (৬৮ ওভার) (লাবুশেন ৯০, স্টার্ক ২৮; হেনরি ৭/৬৭)
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস*: ১৩৪/২ (৫০ ওভার) (ল্যাথাম ৬৫*, উইলিয়ামসন ৫১; কামিন্স ১/২১)