অ্যান্ডারসনের কীর্তির দিনে ইনিংস ব্যবধানে হারল ইংল্যান্ড
জেমস অ্যান্ডারসন এমন একটা কীর্তি গড়েছেন, যা ক্রিকেট ইতিহাস দেখেনি আর কখনো। প্রথম পেসার হিসেবে ছুঁয়েছেন ৭০০ উইকেটের মাইলফলক। এমন এক কীর্তির দিনটা নিঃসন্দেহে যে কোনো ক্রিকেটারের জন্য আনন্দে ‘ওভার দ্য মুন’ হয়ে যাওয়ার। তবে অ্যান্ডারসনের এমন দিনটায় কালিমা লেপন করে দিল তার দল। ভারতের কাছে এবার হারল ইনিংস ব্যবধানে, তাও আবার আড়াই দিনের মাথায়! ধর্মশালায় আজ টেস্টের তৃতীয় দিনে সফরকারীরা অলআউট হয়েছে ১৯৫ রানে, ম্যাচ হেরেছে ইনিংস ও ৬৪ রানে।
ভারত গেল দিনটা শেষ করেছিল দুটো উইকেট হাতে রেখে। দিনের শুরুতে সে দুটো উইকেট ভারতকে টিকিয়ে রাখল আর মাত্র ৪.১ ওভার। অ্যান্ডারসন রেকর্ডটা গড়লেন দিনের শুরুতেই। কুলদীপ যাদবকে ফিরিয়েই বনে যান ক্রিকেট ইতিহাসের প্রথম পেসার, যিনি ৭০০ উইকেট শিকার করেছেন। এরপর ভারতের ইনিংস টিকল আর মোটে ৩ বল। আগের দিনের ৪৭৩ রানের সঙ্গে ৪ রান যোগ করে ইনিংস শেষ হয় স্বাগতিকদের। অ্যান্ডারসনের সুখস্মৃতিটা আটকে গেল ওই ওখানেই। এরপর থেকেই যে গোড়াপত্তন তার দলের ইনিংস ব্যবধানে হারের শঙ্কার। যে শঙ্কা সত্যিই হলো শেষমেশ।
চলতি সিরিজে ইংলিশদের প্রতিনিয়তই ভালো শুরু এনে দিয়েছেন দুই ওপেনার। তবে আজ তা হলো না। বেন ডাকেট ফিরলেন দ্বিতীয় ওভারেই। সেই যে শুরু, ইংলিশরা সে ধসটা আর সামলাতেই পারল না।
এই টেস্টটা অ্যান্ডারসনের কাছে যেমন বিশেষ, রবিচন্দ্রন অশ্বিন আর জনি বেয়ারস্টোর কাছেও ঠিক তাই। দুজনেই যে এই টেস্টে খেলছেন নিজের শততম টেস্টটা। প্রথমজন সেটা স্মরণীয় করে রাখতে পারলেন, দ্বিতীয়জন এতে ডাহা ফেল। অশ্বিন নিজের প্রথম ওভারে উইকেট নিয়েছেন, এরপর অন্য ওপেনারকেও ফেরালেন। ওখানেই থামেননি। এরপর একে একে ফিরিয়েছেন ওলি পোপ, বেন স্টোকস আর বেন ফোকসকে। একটা ইতিহাসও গড়ে ফেলা হয়ে গেছে তাতে। শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন, অনিল কুম্বলের পর চতুর্থ বোলার হিসেবে তিনি শততম টেস্টে পাঁচ উইকেট তুলে নেওয়ার কীর্তি গড়েন।
অশ্বিনের পুরো একশো আশি ডিগ্রি উল্টো এক ম্যাচ কেটেছে বেয়ারস্টোর। দল তো ধুঁকছিলই, নিজে একটা চেষ্টা করেছিলেন, তবে তার চেষ্টায় বাঁধ দিয়েছেন কুলদীপ, ৩৯ রানে ফিরে গেছেন তিনি।
তার বিদায়ের পর স্টোকস-ফোকসকে হারাল যখন, ইংলিশদের ইনিংস হারের শঙ্কা ধীরে ধীরে বাস্তব হওয়ার পথে। তাতে কিছুটা দেরি হলো জো রুটের কারণে, ৮৪ রান করে ভারতের ইনিংস জয়টাকে কিছুক্ষণের জন্য দূরে রেখেছিলেন তিনি। তবে তা আর বেশিক্ষণ পারেননি, ওপাশে যে উইকেট যাচ্ছিল একের পর এক। শেষ ব্যাটার হিসেবে কুলদীপ যাদবের বলে তিনি আউট হতেই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়ে যায় ইংলিশদের ইনিংস হার। আড়াই দিনের মাথায় ইনিংস ও ৬৪ রানে হেরে বসে ইংলিশরা।
তাতে শততম টেস্ট খেলতে নামা অশ্বিনের ম্যাচটা শেষ হয় পরম আনন্দে, ওদিকে রেকর্ড গড়া অ্যান্ডারসন ও শততম টেস্ট খেলতে নামা আরেকজন বেয়ারস্টোকে ডুবতে হয় মাইলফলকের টেস্টে ইনিংস হারের বিষাদে। সিরিজটাতেও ৪-১ ব্যবধানে হেরেছে দলটা, যা তাদের ক্ষতে জ্বালাটা আরেকটু বাড়াবে বৈকি!