তদন্ত কমিটির রিপোর্টে কী আছে, জানালেন পাপন

তদন্ত কমিটির রিপোর্টে কী আছে, জানালেন পাপন

বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। সে কমিটি লম্বা সময় নিয়ে কোচ এবং দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছে। অবশেষে সে প্রতিবেদন পৌঁছেছে বিসিবি সভাপতির হাতে। প্রতিবেদনে কী আছে সে কৌতূহল মিটিয়ে আহ বিসিবি সভাপতির মুখে জানা গেল, বহুল প্রতীক্ষিত সেই প্রতিবেদনে ‘অজানা কিছুই নেই।’

আজ (শনিবার) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি এজিএম সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে নাজমুল হাসান পাপন বলেন, ‘তদন্ত কমিটির রিপোর্টে এমন কিছু নেই যা আমরা বা আপনারা (আগে থেকে) জানি না। এটা যে কাউকে জিজ্ঞেস করা হলে সে বলতে পারবে।’

বিশ্বকাপের ঠিক আগে তামিম-সাকিবের প্রকাশ্য দ্বন্দ্ব, ব্যাটিং অর্ডার বদলাতে বলায় তামিম ইকবালের বিশ্বকাপে না খেলতে চাওয়ার মতো বিষয়গুলোর দিকেই যে বিসিবি সভাপতির ইঙ্গিত, তা না বললেও চলে।

তবে তদন্ত কমিটির প্রতিবেদনে বিসিবির দুইজন পরিচালকের কিছু কড়া কথা উঠে এসেছে বলে যে খবর সংবাদমাধ্যমে চাউর হয়েছিল তা একবাক্যে উড়িয়ে দিয়েছেন বিসিবি সভাপতি, ‘(তদন্ত প্রতিবেদনে) কোনো ডিরেক্টরের নাম তো দূরে থাক, এমন কোনো একটা লাইনও নাই, একটা শব্দও নাই।’

তদন্ত কমিটি প্রতিবেদনে বেশকিছু সুপারিশ করেছে জানিয়ে পাপন যোগ করেন, ‘তারা যেসব সুপারিশ দিয়েছে, সেগুলো অনুযায়ী কাজও শুরু হয়ে গেছে।’

সম্পর্কিত খবর