জার্সি নেওয়ার দিন নয় এটি, বাবরকে ওয়াসিম

জার্সি নেওয়ার দিন নয় এটি, বাবরকে ওয়াসিম

বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। আহমেদাবাদে ৭ উইকেট ও ১১৭ বল হাতে রেখে জয় তুলেছে ভারত। প্রশ্ন উঠেছে পাকিস্তানের ব্যাটিং সামর্থ্য নিয়ে। ভারতীয় সমর্থকরা দিচ্ছেন খোঁচা। এসবের মধ্যেই কাল ম্যাচ শেষে বিরাট কোহলির কাছ থেকে দুটি জার্সি উপহার পেয়েছেন বাবর। বিষয়টি ভারতে প্রশংসা কুড়ালেও সমালোচনা হচ্ছে পাকিস্তানে। ওয়াসিম আকরাম তো জানিয়েই দিলেন জার্সি নেওয়ার দিন ছিল না এটি।

ভারতের বিপক্ষে অমন বড় ব্যবধানে হারের পর পয়েন্ট টেবিলে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। নেট রানরেট হয়ে গেছে নেতিবাচক। যা নিয়ে বাবরদের সমালোচনা করছেন দেশটির ক্রিকেট সমর্থকরা। তার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বাবর আজমকে বিরাট কোহলির জার্সি উপহার দেওয়ার ঘটনাটি।

যা নিয়ে ওয়াসিম বলেন, ‘আমি দেখেছি বাবর বিরাট কোহলির কাছ থেকে দুটি শার্ট নিচ্ছেন। সবাই এই ক্লিপ বারবার দেখাচ্ছে। তবে হতাশাজনক পারফরম্যান্সের পরে যখন আপনার ভক্তরা এতটা আঘাত পেয়েছে তখন এটি ব্যক্তিগত পর্যায়ে হওয়া উচিত ছিল। এটি খোলা মাঠে করা উচিত হয়নি।’

ওয়াসিম আরও বলেন, ‘ছবিটি দেখার সময় আমি ঠিক এটাই বলেছিলাম। আজ এই কাজ করার দিন ছিল না। আপনি যদি এটি করতে চান- যদি আপনার মামার ছেলে আপনাকে কোহলির শার্ট নিতে বলে থাকে- তাহলে ড্রেসিংরুমে খেলার পরে এটি করুন।’

সম্পর্কিত খবর