ইসরায়েলকে নিষিদ্ধ করার কথা ‘ভাবনাতেও নেই’ অলিম্পিক কমিটির
অলিম্পিক আসর থেকে ইসরাইলকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি)। গতকাল (শুক্রবার) এমনটাই জানিয়েছেন অলিম্পিক কমিটির প্রধান পিয়েরে-অলিভিয়ার বেকার্স-ভিজেন্ট।
প্যারিস অলিম্পিক ২০২৪-এর জন্য আইওসি সমন্বয় কমিটির প্রধান বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলা বা যুদ্ধের ঘটনাটি আইওসি দ্বারা স্থগিত করা হয়েছিল কারণ সেটি একটি ‘ভিন্ন পরিস্থিতি’ ছিল।
প্যারিসে তিনদিনের যাত্রা শেষ করার পর এ প্রসঙ্গে শুক্রবার গণমাধ্যমকে ভিজেন্ট জানিয়েছেন, ‘এই মুহুর্তে ইসরাইলকে নিষিদ্ধ করার চিন্তাটা আমাদের কল্পনাতেও নেই। আর যে কারণে রাশিয়াকে এবং রাশিয়ান অলিম্পিক কমিটিকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটি ছিল খুব নির্দিষ্ট।‘
আইওসি প্রধান টমাস বাখ এ সম্পর্কে বলেছিলেন যে, ‘রাশিয়া সেসময় ‘যুদ্ধবিরতি’ মান্য করেনি। রুশ-অধিকৃত পূর্ব ইউক্রেনের আঞ্চলিক ক্রীড়া সংস্থাগুলিকে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করার পরে আইওসি গত বছরের অক্টোবরে রাশিয়ান অলিম্পিক কমিটিকে স্থগিত করে।‘
টমাস আরও জানান, প্যারিস অলিম্পিক গেমস চলাকালীন ইসরায়েলি ক্রীড়াবিদদের বিশেষ সুরক্ষা দেওয়া হবে।