বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড ‘এ’, মে মাস জুড়ে ব্যস্ত সূচি
বাংলাদেশ সফরে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। ১ মে মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছায় ব্ল্যাক ক্যাপসরা। আগামী ৫ মে থেকে শুরু হবে দুই দেশের মধ্যকার পাঁচ ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ, যেখানে থাকছে তিনটি একদিনের ম্যাচ (৫০ ওভারের) ও দুটি চার দিনের লাল বলের ম্যাচ।
সফরের পরদিন (২ মে) দুপুর নাগাদ সিলেটের উদ্দেশে রওনা দেয় সফরকারীরা। সেখানেই হবে সিরিজের প্রথম চারটি ম্যাচ।
এর আগে ২৮ এপ্রিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের ১৫ সদস্যের দল ঘোষণা করে। দলের নেতৃত্বে আছেন দুজন-লাল বলের অধিনায়ক জো কার্টার এবং সাদা বলের অধিনায়ক নিক কেলি। দলে আছেন একাধিক অভিজ্ঞ ও আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটার, যার মধ্যে বিশেষভাবে নজর কেড়েছেন ২১ বছর বয়সী অলরাউন্ডার মোহাম্মদ আব্বাস। পাকিস্তানের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েই আলোচনায় আসেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরই মধ্যে সিরিজের প্রথম দুটি ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে। সেই স্কোয়াডে আছেন অভিজ্ঞ নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম শেখ, এনামুল হক বিজয় ও মুস্তাফিজুর রহমানের মতো তারকারা।
দুই দলই ৩ ও ৪ মে সিলেটে অনুশীলন করবে। এরপর মাঠে শুরু সিরিজ।
বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ড ‘এ’ দল: মোহাম্মদ আব্বাস, আদি অশোক, ম্যাট বয়েল, জো কার্টার (লাল বলের অধিনায়ক), ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, জ্যাক ফাউলকস, ডিন ফক্সক্রফ্ট, মিচ হে, কার্টিস হেফি, নিক কেলি (সাদা বলের অধিনায়ক), জেডেন লেনক্স, বেন লিস্টার, রাইস মারিউ, ডেল ফিলিপস।
সিরিজের সূচি
ওয়ানডে ম্যাচ (সিলেট)
১ম ম্যাচ: ৫ মে
২য় ম্যাচ: ৭ মে
৩য় ম্যাচ: ১০ মে
চার দিনের ম্যাচ
১ম ম্যাচ (সিলেট): ১৪-১৭ মে
২য় ম্যাচ (ঢাকা): ২১-২৪ মে