মেসিকে নিয়ে এশিয়া-আফ্রিকা সফরে আর্জেন্টিনা

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:০২ পিএম | ০২ মে, ২০২৫

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এশিয়া ও আফ্রিকার তিন দেশে চারটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠেয় এই সফরে দলের সঙ্গে থাকবেন ফুটবল মহাতারকা লিওনেল মেসিও।

আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ওলে এবং টেলিভিশন চ্যানেল টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, অক্টোবরের ফিফা উইন্ডোতে চীন সফর করবে আর্জেন্টিনা। সেখানে তারা দুটি ম্যাচ খেলবে। এরপর নভেম্বরে দলটি যাবে আফ্রিকার মধ্যাঞ্চলের দেশ অ্যাঙ্গোলায়।

অ্যাঙ্গোলায় ১১ নভেম্বর স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হবে একটি প্রীতি ম্যাচ। এই উপলক্ষে আর্জেন্টিনা ও অ্যাঙ্গোলার ফুটবল ফেডারেশনের মধ্যে ইতিমধ্যেই সফল বৈঠক হয়েছে। অ্যাঙ্গোলার ফুটবল ফেডারেশন জানিয়েছে, আর্জেন্টিনার এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠকে সরাসরি লিওনেল মেসির সঙ্গেও ফোনে কথা হয়েছে। মেসি নিজেই ২০০৬ সালে অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনার এক প্রীতি ম্যাচের স্মৃতি রোমন্থন করেন।

নভেম্বরে অ্যাঙ্গোলার ম্যাচ শেষে আর্জেন্টিনা যাবে কাতারে, যেখানে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে। এখনও চীন, অ্যাঙ্গোলা ও কাতারে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হয়নি। তবে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আমন্ত্রণ জানানো হতে পারে অন্য আরও কিছু দেশকে। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এখন পর্যন্ত দারুণ ফর্মে রয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে তারা ইতোমধ্যে মূল পর্বে জায়গা করে নিয়েছে-তাও আবার পাঁচটি ম্যাচ হাতে রেখেই!

তবে বাকি সময়টা একেবারে মাঠের বাইরে বসে থাকতে চাইছে না কোচ লিওনেল স্কালোনির দল। খেলোয়াড়দের ম্যাচ ফিটনেস ধরে রাখতেই নতুন এই মিশন তাদের!

খেলার দুনিয়া | ফলো করুন :