শান্তও মানছেন, খেলা শেষ ওই এক ওভারেই

শান্তও মানছেন, খেলা শেষ ওই এক ওভারেই

লক্ষ্যটা খুব বেশি বড় ছিল না। আগের ম্যাচেও এর কাছাকাছি রান তাড়া করে বাংলাদেশ জয় তুলে নিয়েছিল। তবে ১৭৫ রানের সে লক্ষ্যটাই এভারেস্টসম হয়ে গেল পাওয়ারপ্লের ‘পাওয়ারলেস’ ব্যাটিংয়ে। 

বাংলাদেশকে এই ‘পাওয়ারলেস’ করে দেওয়ার পেছনের কুশীলব নুয়ান তুষারা। হ্যাটট্রিক মেইডেনসহ পাঁচ উইকেট তুলে নিয়ে তিনিই তো বাংলাদেশকে ছিটকে দিয়েছিলেন ম্যাচ থেকে!

পুরো ঘটনাটা ঘটেছে ইনিংসের চতুর্থ ওভারে। নিজের প্রথম ওভারে আক্রমণ করতে আসা তুষারা প্রথম বলে ফুলটস দিয়েছিলেন। তবে এরপর থেকেই যা করতে চেয়েছিলেন, তাই হলো। তাতেই একে একে কুপোকাত নাজমুল হোসেন শান্ত নিজে, এরপর তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ।

সে ওভারের পরই মনে হচ্ছিল, ম্যাচটা থেকে ছিটকেই গেছে বাংলাদেশ। এমনটা ভাবনা বাংলাদেশ অধিনায়কেরও। নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে এসে বললেন, ‘হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। খুবই ভালো ওভার করেছে। আমার মনে হয় বোলারটাকে কৃতিত্ব দিতে হবে। হ্যাঁ ওই এক ওভারেই আমরা অনেক পিছিয়ে গিয়েছি।’

পাওয়ারপ্লেতেই বাংলাদেশ ছিটকে গিয়েছিল ম্যাচ থেকে। সেটা না হলে ফলাফলটা অন্য রকমও হতে পারত, বিশ্বাস শান্তর। তার কথা, ‘অই ওভার যদি আমরা আরেকটু ভালো খেলতে পারতাম, শুরুর দিকে যদি নতুন বলটা আরও ভালোভাবে খেলতে পারতাম ভিন্ন কিছু হতে পারত হয়ত।’

তুষারার সামনে কেন এভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাংলাদেশ? তাকে এমন দুর্বোধ্য মনে হওয়ার কারণ কী ছিল? আগের দুই ম্যাচেই তো তার মতো ‘স্লিঙ্গিং অ্যাকশনের’ বোলার মাথিসা পাথিরানাকে খুব ভালোভাবে সামলেছিল দল! তাহলে তুষারাকে কেন নয়?

শান্তর জবাব, ‘আগের দুই ম্যাচে পাথিরানাকে ভালোভাবেই সামলেছি। আমার মনে হয় শুরুর দিকে বলটা সুইং ও করছিল। আন্তর্জাতিক পর্যায়ে এরকম চ্যালেঞ্জ মেনে নিতে হবে এবং কীভাবে আমরা আরও ভালো করতে পারি সেটা নিয়ে প্ল্যান করতে হবে।’

তাহলে তাকে এভাবে দুর্বোধ্য মনে হওয়ার কারণ আসলে কী? শান্ত বললেন, ‘একটু সুইং পাচ্ছিল। ওর অ্যাকশনের সাথে। আর বলটা অত বাউন্স পাচ্ছিল না যেহেতু সাইড আর্ম অ্যাকশন। বলটা একটু নিচে নিচে থাকে। তার সাথে সুইং ছিল।’

তবে এই তুষারা একেবারে ‘আউট অফ সিলেবাস’ সামনে আসেননি। তার সম্পর্ক জেনে প্রস্তুতিও নিয়েছে বাংলাদেশ, জানালেন শান্ত। বললেন, ‘আমাদের প্রস্তুতিতে পরিষ্কার ছিলাম। তার বোলিং ভিডিও সম্পর্কে অবগত ছিলাম। জানতাম যে তার খেলার সম্ভাবনা আছে।’

সম্পর্কিত খবর