অ-১৫ মহিলা অ্যাথলেটিকসে চ্যাম্পিয়ন শাহিনুর
লুৎফুন নেছা হক বকুল অনূর্ধ্ব-১৫ আন্তঃজেলা মহিলা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার অনুষ্ঠান ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে অনুষ্ঠিত হল আজ।
দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতায় বাংলাদেশের ৩৩টি জেলা হতে ১৯৮ জন প্রতিযোগী ও কর্মকর্তা ৯টি ইভেন্টে (১০০মিঃ, ২০০মিঃ, ও ৪০০মিঃ স্প্রিন্ট ও উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ ও ৪x১০০ মিঃ রিলে) অংশগ্রহণ করেন।
শনিবার (৯ মার্চ) ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে জোড়া স্বর্ণপদক জয় করেন কিশোরগঞ্জের শাহিনুর আক্তার। ৪০০ মিটারে স্বর্ণপদক ছুঁয়ে দেখেন চাঁপাইনবাবগঞ্জের অন্তরা।
গোলক নিক্ষেপে স্বর্ণপদক জেতেন গাইবান্ধার সুলতানা রেজিয়া, অন্যদিকে বর্শা নিক্ষেপে বাজিমাত করেন নোয়াখালী জেলার আকলিমা আক্তার।
উচ্চ লম্ফে লালমনিরহাটের নুসরাত জাহান স্বর্ণপদক জয় করেন। ৪x১০০ মিঃ রিলেতে স্বর্ণজয়ী জেলা কিশোরগঞ্জ। ব্যক্তিগতভাবে ১৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে শাহিনুর আক্তার (কিশোরগঞ্জ জেলা) এবং ৮ পয়েন্ট পেয়ে রানার-আপ হয়েছে নুসরাত (লালমনিরহাট জেলা)। দলগত চ্যম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থা ১৭ পয়েন্ট পেয়ে এবং ০৯ পয়েন্ট পেয়ে রানার্স-আপ হয় লালমনিরহাট জেলা মহিলা ক্রীড়া সংস্থা।