তিন বছর দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন
তিন বছর আগেও বাংলাদেশের দ্রুততম মানব ছিলেন মোহাম্মদ ইসমাইল। তবে মাঝে তার মুকুট কেড়ে নিয়েছিলেন ইমরানুর রহমান। ইসমাইলকে সন্তুষ্ট থাকতে হয়েছিল দ্বিতীয় হয়েই। এবার ইমরান অংশগ্রহণ করেননি। আর তাতেই তিন বছর পর নিজের হারানো মুকুট ফিরে পেলেন ইসমাইল। নারীদের দ্রুততম মানবীর খেতাব ধরে রেখেছেন শিরিন আক্তার।
আজ জাতীয় স্টেডিয়ামে জাতীয় চ্যাম্পিয়নশিপে পুরুষ ১০০ মিটার স্প্রিন্টে নৌবাহিনীর ইসমাইল ১০.৬১ সেকেন্ড টাইমিংয়ে প্রথম হয়েছেন। আর রাকিবুল হাসান মাত্র ০.০২ সেকেন্ড বেশি নিয়ে হয়েছেন দ্বিতীয়। যদিও রাকিবুলের সুযোগ ছিল প্রথম হওয়ার। তবে শেষটা ভালো করতে পারেননি নৌবাহিনীর এ দৌড়বিদ।
অন্যদিকে নারী এককে যথারীতি নিজের মুকুট ধরে রেখেছেন শিরিন আক্তার। ১২.০১ সেকেন্ড টাইমিংয়ে বাংলাদেশ নৌবাহিনীর দ্রুততম মানবী হওয়ার কৃতিত্ব অব্যাহত রেখেছেন তিনি।
তিন বছর পর হারানো মুকুট ফিরে পেয়ে বেশ উচ্ছ্বসিত ইসমাইল। চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি বলেন ,‘আবার দ্রুততম মানব হয়েছি ভালো লাগছে। এই জন্য আমার কোচ কাফি স্যারকে অনেক ধন্যবাদ। তিনি গত কয়েক মাস আমার জন্য অনেক পরিশ্রম করেছেন।’
কোচের পাশাপাশি পরিবারকেও ধন্যবাদ দিয়ে ইসমাইল বলেন, ‘আমার স্ত্রী হার্ডেলসের রানী তামান্না। সেও আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে এবং আমি বাবা হওয়ার পর তার কাছ থেকে আরো সাহায্য পেয়েছি। আমার আজকের এই অর্জনেও তাদের অবদানও ৫০ ভাগ।’
ইমরানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ইসমাইল বলেন ,‘সে একটি ক্রীড়া সংস্কৃতিতে বেড়ে উঠেছে। অনুশীলন, খাবার-দাবার সব কিছুই ক্রীড়াকেন্দ্রিক। যা আমাদের এখানে অনুপস্থিত। কালচারটাই তার সাথে পার্থক্য করে দেয়।’