নরসিংদীর ম্যারাথনে দেশি-বিদেশি ৭ শতাধিক দৌড়বিদ
শরীফ ইকবাল রাসেল, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম,নরসিংদী
দেশি-বিদেশি প্রায় ৭ শতাধিক দৌড়বিদদের অংশগ্রহনে নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হয় ফুল ম্যারাথন। রায়পুরা রানার কমিউনিটির আয়োজনে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় তিনটি ক্যাটাগরীতে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার ভোর ৫ টায় রায়পুরা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। রায়পুরা রানার কমিউনিটির দ্বিতীয়বারের মতো এ আয়োজনে ফুল ম্যারাথনে ৪২ কিলোমিটার, ২১ কিলোমিটার ও ১০ মিলোমিটার ক্যাটাগরীতে অংশ নেন দেশী বিদেশী প্রায় ৭ শতাধিক দৌড়বিধ।
সবশেষে দুপুরে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক। এসময় অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আশরাফুল ইসলাম বকুল, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, সহকারী কমিশনার শফিকুল ইসলাম, রায়পুরা রানার কমিউনিটির আহবায়ক আক্তারুজাজামান ও সদস্য সচিব সুজন শিকদারসহ আন্যরা উপস্থিত ছিলেন।
৪২ কিলোমিটার ম্যারাথনে প্রথম স্থান অধিকার করে পাবনা জেলার ইমরান নামে এক কলেজ ছাত্র। এছাড়া ১৮ থেকে ৪০ বছর বয়সের পুরুষের মধ্যে প্রথম স্থান অর্জন করেন পলাশ শেখ, দ্বিতীয় স্থান অর্জণ করেন মো: মইনুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেন মামুন মিয়া। একই বয়সের নারীদের মধ্যে প্রথম নূসরাত জেরিন, দ্বিতীয় গাউছিয়া আক্তার এবং তৃতীয় হন ফাহমিদা আক্তার। ৪১ বৎসর বয়স থেকে ৫০ বৎসর বয়সের পুরুষদের মধ্যে প্রথম হন মো: চাঁন মিয়া, দ্বিতীয় মো: রিপন মিয়া এবং তৃতীয় মো: জাগাঙ্গীর সাকিব। ৫১ বৎসর বয়সের পুরুষদের মধ্যে প্রথম সুজিত চন্দ্র পাল, দ্বিতীয় জামাল উদ্দিন এবং তৃতীয় স্থান অধিকার করেন কাজী নুমান মিয়া। একই বয়সের একমাত্র নারী প্রতিযোগী কাজল রানী সাহাকে পুরস্কৃত করা হয়।
আয়োজক কমিটির আহবায়ক আক্তারুজ্জামান জানান, গত বছর হাফ ম্যারাথনের আয়োজন করা হয়েছিল। তাতে সারাদেশ থেকে ব্যাপক সারা পাওয়ায় এবছর ফুল ম্যারাথনসহ তিনটি বিভাগে এই আয়োজন করা হয়। এতে অংশ গ্রহনের লক্ষ্যে দেশী বিদেশী প্রায় ৭ শতাধিক প্রতিযোগী নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহন করে। এবছরও আশানুরুপ সাড়া পাওয়ায় এর ধারাবাহিকতা বজায় রাখবেন বলে ঘোষনা দেন।
ম্যারাথমে অংশ গ্রহন করতে পেরে খুশি গাজিপুর থেকে আসা শিমুল নামে এক ব্যক্তি। তিনি জানান, দীর্ঘ দশ বছর ধরে তিনি দেশের বিভিন্ন স্থানে ম্যারাথনে অংশগ্রহন করছেন। আর নরসিংদীর রায়পুরায় অংশ নিতে পেরে খুশি। আর আয়োজন সন্তোষজনক বলে মন্তব্য করেন।
ঢাকার উত্তরা থেকে অংশগ্রহন করতে আসা নারী প্রতিযোগিত ইসরাত জানান, তিনি এই নিয়ে তিন বারের মতো কোন ম্যারাথনে অংশ নিয়েছেন। রায়পুরা রানার কমিউনিটির আয়োজনে অংশগ্রহন করতে পেরে খুশি তিনি। এখন থেকে প্রতিনিয়ত ম্যারাথনে অংশ নেয়ার আশা প্রকাশ করেন।
সকল প্রতিযোগিতা শেষে দুপুরে পুরস্কার হিসেবে নগদ ৫ হাজার টাকার প্রাইজমানি, ম্যাডল ও সনদপত্র তুলে দেয়া হয়।