সতীর্থের চোটে পেলেন অলিম্পিকের টিকিট, পরে জিতলেন স্বর্ণপদকও 

সতীর্থের চোটে পেলেন অলিম্পিকের টিকিট, পরে জিতলেন স্বর্ণপদকও 

ইথিওপিয়ার হয়ে ছেলেদের ম্যারাথনে অংশ নেওয়ার কথা ছিল সিসে লেমারের। তবে তিনি চোটে পড়ায় দুই সপ্তাহ আগে রিজার্ভ দলে থাকা তামিরাত তোলা পান দৌড়ানোর সুযোগ। এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো যেই ক্রীড়াবিদের দৌড়ানোরই কথা ছিল না তিনিই কি-না পরবর্তীতে এসে জিতলেন সোনা। সেটিও আবার রেকর্ড গড়ে। 

ছেলেদের ম্যারাথনে সোনা জেতেন তামিরাত। যা এই প্যারিস অলিম্পিকে দেশটির প্রথম স্বর্ণ পদক। ম্যারাথন শেষ করতে তামিরাত সময় নেন ২ ঘণ্টা ৬ মিনিট ২৬ সেকেন্ড। এতে তিনি গড়েছেন অলিম্পিকের নতুন রেকর্ড। ২ ঘণ্টা ৬ মিনিট ৩২ সেকেন্ড নিয়ে আগের রেকর্ডটি ছিল কেনিয়ার ওয়ানজিরুস স‍্যামুয়েল কামাউরের, যেটি তিনি গড়েছিলেন ২০০৮ বেইজিং অলিম্পিকে। 

এদিকে এই ইভেন্টে ২ ঘণ্টা ৬ মিনিট ৪৭ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন বেলজিয়ামের বশির আবদি এবং ২ ঘণ্টা ৭ মিনিট সময় নিয়ে রুপা জিতেছেন কেনিয়ার বেনসন কিপরুতো। 

এছাড়া টোকিও অলিম্পিকসহ অলিম্পিকে এই ইভেন্টের দুবারের চ্যাম্পিয়ন কেনিয়ার ইলিউড কিপচোগে এবার তো দৌড়টাই শেষ করতে পারেননি। 

প্যারিস অলিম্পিকে এখন পর্যন্ত এই সোনাসহ মোট তিনটি পদক জিতেছে ইথিওপিয়া। বাকি দুটিই রুপা। যেগুলো জিতেছেন ১০ হাজার মিটারে মেরিহু আরেগায়ি এবং মেয়েদের ৮০০ মিটারে সিগে ডূগুমা। 

 

সম্পর্কিত খবর