‘শ্রীলঙ্কা এখনও টাইম-আউট থেকে বেরোতে পারেনি’

‘শ্রীলঙ্কা এখনও টাইম-আউট থেকে বেরোতে পারেনি’

তখন ম্যাচের ফলাফল নিশ্চিত হয়ে গেছে। ২৮ রানে হেরে ২-১ ব্যবধানে সিরিজটাও খুইয়ে বসেছে বাংলাদেশ। ওদিকে শ্রীলঙ্কা ব্যস্ত সিরিজ জয় উদযাপনে। তখনই ঘটল ঘটনাটা। শ্রীলঙ্কান ক্রিকেটাররা উদযাপন করলেন হাতঘড়ির দিকে ইঙ্গিত করে। 

ঘটনার শুরুটা নিশ্চয়ই ভুলে যাননি? ২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সাকিব আল হাসান আর নাজমুল হোসেন শান্ত মিলে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করেছিলেন। যে কারণে তখন বেশ বিভ্রান্তিরও সৃষ্টি হয়েছিল। আলোচনা-সমালোচনারও সৃষ্টি হয়েছিল অনেক।

সে ম্যাচের প্রায় ৪ মাস পেরিয়ে গেলেও এখনও বিষয়টা মনে রয়ে গেছে লঙ্কানদের। উপলক্ষ্য পেয়ে তাই তারাও খোঁচা দিতে ছাড়েনি বাংলাদেশকে। স্বাগতিকরাও অবশ্য দিয়েছে। প্রথম ম্যাচেই তো, শরিফুল তার দ্বিতীয় বলে উইকেট তুলে নিয়ে হাতের কবজির দিকে ইঙ্গিত করে উদযাপন করেছিলেন।

তবে এই উদযাপনের শুরুটা অবশ্য করেছিলেন ম্যাথিউস নিজে। সে ম্যাচেই সাকিবকে আউট করে ডান হাতের তর্জনিটা নিয়ে গিয়েছিলেন বাঁ হাতের কবজির দিকে, মানে হাতঘড়ি থাকে যেখানে। উদ্দেশ্যটা পরিষ্কারই ছিল। সে উদযাপনটা এবারের সিরিজেও দেখা গেল বারদুয়েক।

যদিও এত দিন পর ওই উদযাপন দেখে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা হলেও যেন বিরক্ত। 

তার কাছে প্রশ্ন ছুটে গিয়েছিল, সিরিজটা তো এখনও শেষ হয়নি, বাকি সিরিজে কীভাবে এসব সামলাবেন? জবাবে তিনি বলেন, ’আক্রমণাত্মকভাবে সামলানোর কিছু নেই। ওরা এখনো টাইমড আউট থেকে বের হতে পারেনি। আমার মনে হয় বের হওয়া উচিত। বর্তমানে থাকা উচিত। আমার মনে হয় আমরা নিয়মের বাইরে কিছু করিনি। ওরা একটি বেশিই মাতামাতি করছে, করুক। আমরা এটা নিয়ে চিন্তিত না।’

সম্পর্কিত খবর