বিশ্বকাপের প্রস্তুতিটা ‘ভালোভাবেই’ সারল বাংলাদেশ

বিশ্বকাপের প্রস্তুতিটা ‘ভালোভাবেই’ সারল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর খুব বেশি সময় বাকি নেই। টুর্নামেন্টের আগে আর মাত্র পাঁচটা ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে তার আগে প্রস্তুতিটা ভালোভাবেই সারছে দল, জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শেষ ম্যাচটা ভালো কাটেনি আদৌ। পাওয়ারপ্লেতেই চলে গিয়েছিল ৫ উইকেট। তখন শঙ্কা ছিল অল্পেতেই গুঁটিয়ে যাওয়ার।

তবে এরপরও দলের পারফর্ম্যান্সে অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন অধিনায়ক শান্ত। তিনি বলেছেন, ‘ওভারল সিরিজে আমার মনে হয় অনেক ইতিবাচক দিক ছিল। যেভাবে উইকেট হারানোর পরেও আমরা ফিরে এসেছি। প্রথম ম্যাচ এবং এই ম্যাচে। বোলাররা আজকের ম্যাচে যেভাবে কামব্যাক করেছি। অনেক ইতিবাচক দিক ছিল ভবিষ্যতে এই জিনিসগুলা কাজে আসবে।’

সিলেটের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে রান উঠেছে প্রচুর। বোলাররাও কম সাহায্য পাননি। সব মিলিয়ে এমন উইকেটে খেলে তৃপ্ত অধিনায়ক শান্ত। তার অভিমত, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন উইকেটে খেলাটা দলের জন্যও উপকারী হবে বেশ।

তিনি বলেন, ‘অবশ্যই এ ধরনের উইকেটেই টি-টোয়েন্টি ম্যাচ হওয়া উচিত। বোলারদেরও অভিজ্ঞতা হচ্ছে আরও ভালোভাবে। যে ভালো উইকেটে কীভাবে বোলিং করতে হয়। ব্যাটাররা ১৭০-১৮০-২০০ রান চেইজ করা লাগে সেরকম ধারণা আসছে। বিশ্বকাপের আগে এটা আমার মনে হয় ভালো প্রস্তুতি।’

সম্পর্কিত খবর