মাহমুদউল্লাহ একজন ফাইটার: পাপন

মাহমুদউল্লাহ একজন ফাইটার: পাপন

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে জায়গা হারিয়েছিলেন। তখন মাহমুদউল্লাহ রিয়াদের টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকে। তবে মাহমুদউল্লাহ তো দমে যাওয়ার পাত্র নন। পরিশ্রম করে প্রায় দেড় বছর পর ফিরেছেন দলে, সেটাও রাজসিকভাবে।

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ফিফটি করেছেন। বাংলাদেশ ম্যাচটা জিততে না পারলেও ২০৬ রান তাড়ায় যে ছন্দ দরকার ছিল, তা রিয়াদের ব্যাটেই পেয়েছিল দল।

তাই তো শনিবার (৯ মার্চ) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে মাহমুদউল্লাহকে প্রশংসায় ভাসিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ‘রিয়াদের ব্যাপারটা যবার জন্য উদাহরণ হওয়া উচিৎ। এটাকেই বলে ফাইটার। একক প্রচেষ্টায় সে যেভাবে কামব্যাক করেছে, এটা অসাধারণ।’

মাহমুদউল্লাহর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই বলেও জানিয়ে দেন বিসিবি কর্তা, ‘মাহমুদউল্লাহ এখন দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এখন যেভাবে খেলছে, তাতে বিশ্বকাপে না খেলার তো কোনো কারণ দেখছি না।’

সম্পর্কিত খবর