লঙ্কানদের বিপক্ষে এবার শান্তদের ওয়ানডে মিশন
লঙ্কানদের বিপক্ষে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে বেশ এগিয়েই ছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে আগে ব্যাট করে লঙ্কানদের ২০৭ রানের বিশাল লক্ষ্য তাড়ায় একদম কিনারে এসে কেবল ৩ রানে হারে বাংলাদেশ। তবে স্বাগতিকরা ঘুরে দাঁড়ায় পরের ম্যাচেই। ব্যাট-বল-ফিল্ডিং তিনেই দাপুটে পারফর্মে দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের বড় জয় তুলে সিরিজ সমতায় আনে নাজমুল হোসেন শান্তর দল।
এতে সিরিজে শেষ ম্যাচটা হয়ে দাঁড়িয়েছিল অঘোষিত ‘ফাইনাল’। সেখানে বোলিংটা মন্দের ভালো রাখলেও ব্যাটিংয়ে ওই এক ওভারেই যেন হেরে যায় বাংলাদেশ। চতুর্থ ওভারে নুয়ান তুষারার হ্যাটট্রিক, একে একে সাজঘরে নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ। পরে সৌম্য ও শরিফুলকেও ফিরিয়েছেন এই ডানহাতি পেসার।
৩২ রান তুলতেই যখন ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ, তখন সম্ভাবনা জাগে একশ’য়ের আগেই গুটিয়ে যাওয়ার। তবে তা হতে দেননি রিশাদ হোসেন ও তাসকিন। শেষ পর্যন্ত ১৪৬ রানে থামে স্বাগতিকরা, ২৮ রানে হেরে সিরিজটা হয় হাতছাড়া। ম্যাচ হারলেও টেল অ্যান্ডারদের প্রচেষ্টা এবং রান তুলতে থাকার লক্ষ্যে এতোটুকু বলায় যায়, সামনে বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবেই নিল শান্ত-লিটনরা।
টি-টোয়েন্টি শেষে এবার শান্তদের মিশন এক দিনের ম্যাচে। আগামী ১৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রত্যেকটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৩ মার্চ প্রথম ওয়ানডের পর সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ১৫ ও ১৮ মার্চ। সেখানে টি-টোয়েন্টি সিরিজ হারের হতাশা ভুলে অভিজ্ঞতাগুলো কাজে লাগে আসন্ন এই সিরিজটা নিজেদের করে নেওয়ায় মূল লক্ষ্য থাকবে স্বাগতিকদের।
টি-টোয়েন্টি সিরিজ থেকে বাংলাদেশের ওয়ানডে সিরিজে দলে আছে একাধিক পরিবর্তন। প্রথম দুই ওয়ানডের ঘোষণা করা দল অনুযায়ী দলে যোগ দিচ্ছেন তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজরা।
শ্রীলঙ্কা সিরিজের প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।
এক নজরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি।
ম্যাচ |
তারিখ |
ম্যাচ শুরু |
ভেন্যু |
প্রথম ওয়ানডে |
১৩ মার্চ |
দুপুর ২টা ৩০ মিনিট |
চট্টগ্রাম |
দ্বিতীয় ওয়ানডে |
১৫ মার্চ |
দুপুর ২টা ৩০ মিনিট |
চট্টগ্রাম |
তৃতীয় ওয়ানডে |
১৮ মার্চ |
সকাল ১০টা |
চট্টগ্রাম |