ফাইনালের শুরুতেই পিছিয়ে বাংলাদেশ

ফাইনালের শুরুতেই পিছিয়ে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ম্যাচ। বয়সভিত্তিক দলের ফাইনাল। প্রতিপক্ষ সেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। নেপালের কাঠমান্ডু শহরেও গল্পটা একই। ম্যাচ শুরুর শুরুর তিন মিনিট না যেতেই ভারতের বিপক্ষে গোল হজম বাংলাদেশের। ম্যাচে ভারতের লিড।

এদিন যেন কিছু বুঝেই উঠতে পারেনি বাংলাদেশের মেয়েরা। গ্রুপপর্বে দাপুটে ফুটবল খেলা সাইফুল বারি টিটুর শিষ্যরা ঠিকমতো গুছিয়ে উঠার আগেই বাংলাদেশের জালে বল। মাঝ মাঠ থেকে বাড়ানো বল ধরে দারুণ দক্ষতার সঙ্গে কোনাকোনি শটে বাংলাদেশের জাল কাঁপায় ভারত। দলকে লিড এনে দেয় ভারতের ৯ নম্বর জার্সি পরিহিত ফুটবলার।

গোল হজম করার যেন দিশা ফিরে বাংলাদেশের। এরপর বেশ কবার আক্রমণেও গিয়েছে দলটি। তবে ভারতের রক্ষণের ফাঁক গলাতে পারেনি টিটুর শিষ্যরা। ম্যাচের ২৫ মিনিট শেষে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত।

এর আগে গ্রুপপর্বে এই ভারতকেই ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে সেই ভারতের সঙ্গে ফাইনালের ভারতকে বেশ অচেনায় মনে হচ্ছে। আগের ম্যাচের ভুল শুধরে অনেকটাই পরিণত ফুটবল খেলছে দলটি। যা সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশ দলের মাথা ব্যথার কারণ হয়ে উঠছে।

 

সম্পর্কিত খবর