হান্নার গোলে ম্যাচে ফিরল বাংলাদেশ

হান্নার গোলে ম্যাচে ফিরল বাংলাদেশ

প্রথমার্ধে বেশ কবার চেষ্টা চালিয়েও শুরুর হজম করা সেই গোলের শোধ দিতে পারেনি বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে পেরেছে। দেরিতে হলেও চির ধরানো গেছে ভারতের রক্ষণদুর্গে। ম্যাচের ৭০ মিনিটে পাওয়া কর্নার কিক থেকে ঝটলার মধ্যে ভারতের জালে বল জড়ান মরিয়ম বিনতে হান্না। উদযাপনের উপলক্ষ পেয়ে যায় বাংলাদেশ। ম্যাচে আসে সমতা।

দ্বিতীয়ার্ধের শুরুতেও বেশ অগুছালো দেখা গেছে বাংলাদেশকে। তবে সময় গড়ানোর সঙ্গে বেড়েছে আক্রমণের ধার। ম্যাচের ৬০ থেকে ৭০ মিনিটের মাঝের সময়টাতে বেশ কবার আক্রমণে গেছে বাংলাদেশ। ৬৬ মিনিটে তো গোল প্রায় পেয়েই গিয়েছিল বাংলাদেশ।

তবে শেষ পর্যন্ত গোল রক্ষকের বাধায় গোল উদযাপন করা হয়নি বাংলাদেশের। তবে পরের দফায় ৭০ মিনিটে ঠিকই গোল উদযাপন সেরেছে বাংলাদেশ।

এর আগে, অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে, ম্যাচের ৩ মিনিটের মাথায় গোল হজম করে বাংলাদেশ। এরপর বেশ কবার চেষ্টা চলালেও প্রথমার্ধে জালের দেখা পায়নি সাইফুল বারি টিটুর শিষ্যরা।

এর আগে অবশ্য গ্রুপপর্বে এই ভারতকেই ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে সেই ভারতের সঙ্গে ফাইনালের ভারতকে বেশ অচেনায় মনে হচ্ছে। আগের ম্যাচের ভুল শুধরে অনেকটাই পরিণত ফুটবল খেলছে দলটি। যা সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশ দলের মাথা ব্যথার কারণ হয়ে উঠছে।

 

সম্পর্কিত খবর