লঙ্কানদের বিপক্ষে হারের পর এবার শাস্তি পেল হৃদয়

লঙ্কানদের বিপক্ষে হারের পর এবার শাস্তি পেল হৃদয়

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। ম্যাচ হারের পর এবার আইসিসির কাছ থেকেও শাস্তি পেতে হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটার তাওহিদ হৃদয়কে। লঙ্কান পেসার নুওয়ান থুসারার ওপর মেজাজ হারানোয় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। একইসঙ্গে এক ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে হৃদয়ের অ্যাকাউন্টে।

ঘটনা, বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে। ওভারের দ্বিতীয় বলে অধিনায়ক নাজমুল শান্তকে ফেরানোর পরের বলেই তাওহিদ হৃদয়ের স্টাম্প ভাঙেন থুসারা। উদযাপন করতে গিয়ে স্লেজিংও করে বসেন। তবে আউট হওয়ার পর থুসারার অমন স্লেজিং সহ্য হয়নি তার। মাঠেই মেজাজ হারিয়ে থুসারার দিকে তেড়ে যেতে দেখা যায় তাকে। যা আইসিসির আচরণবিধি লেভেল ১ বা ২.২০ লঙ্ঘনের সামিল।

হৃদয়ের এমন মেজাজ হারানো নিয়ে ম্যাচ শেষে আইসিসির কাছে অভিযোগ করেন অনফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত ও তানভীর আহমেদ, তৃতীয় আম্পায়ার গাজী সোহেল এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান। যা পরে অনুমোদন দেন এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারির অ্যান্ডি পাইক্রফট। হৃদয় নিজের ভুল স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এমন আচরণের কারণেই এবার হৃদয়কে শাস্তি দিয়েছে আইসিসি। কেটে নেওয়া হয়েছে ম্যাচ ফির ১৫ শতাংশ। একইসঙ্গে ১ ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে। গত ২৪ মাসের মধ্যে যা হৃদয়ের প্রথম শাস্তি।

সম্পর্কিত খবর