২০০ টাকায় মাঠে বসে লঙ্কা-বাংলা ‘এল ক্লাসিকো’

২০০ টাকায় মাঠে বসে লঙ্কা-বাংলা ‘এল ক্লাসিকো’

সম্প্রতি বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের উত্তাপ যেন ভারত-পাকিস্তানকেও ছাড়িয়ে যাচ্ছে। দুই দেশের সাম্প্রতিক লড়াইগুলোতে চোখ রাখলে অন্তত সেটারই দেখা মিলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো লঙ্কা-বাংলা দ্বৈরথকে তুলনা করা হচ্ছে এল ক্লাসিকোর সঙ্গেও।

দুই দলের রোমাঞ্চকর লড়াই কিংবা একে অন্যের সঙ্গে তর্কে জড়ানো; সবই দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করছে। সবশেষ টি-টোয়েন্টি সিরিজেও যার দেখা মিলেছে বেশ কয়েকবার। বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজ হারিয়ে বিশ্বকাপের আলোচিত টাইমড আউট উদযাপন করেছে লঙ্কানরা। বাংলাদেশও যে নিশ্চিতভাবেই ওয়ানডে সিরিজে সেই শোধ তুলতে চাইবে তা এক প্রকার অনুমেয়ই। আর সেই সিরিজেরই টিকিট ঘোষণা করেছে বিসিবি। যা কাটা যাবে সর্বনিন্ম ২০০ টাকায়।

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে আগামী ১৩, ১৫ ও ১৮ই মার্চ। আর এই ম্যাচগুলো সামনে রেখেই মোট ৬টি ক্যাটাগরিতে টিকিট ছেড়েছে বিসিবি। টিকিট বিক্রি শুরু হবে আগামী ১২ মার্চ সকাল ৯.৩০ থেকে রাত ৮টা পর্যন্ত। প্রতিটি ম্যাচের টিকিট পাওয়া যাবে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন। যা কাটতে হবে সাগরিকা টিকিট কাউন্টার (বিটাক সার্কেলের কাছাকাছি) ও এম.এ. আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টার থেকে।

টিকিট কাটা যাবে ঘরে বসেও। অনলাইনে টিকিট কাটতে পারবেন আগ্রহীরা। যা কাটা যাবে ১১ মার্চ থেকে। এরপর এম.এ. আজিজ স্টেডিয়াম টিকেট কাউন্টারের অনলাইন টিকেট কালেকশন বুথঃ থেকে সংগ্রহ করতে হবে টিকিটগুলো। যা ম্যাচের আগের দিন সকাল ৯.৩০ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া যাবে।

টিকিটের বিবরণ:
গ্র্যান্ড স্ট্যান্ড - ১,৫০০0/=;

ছাদের উপরে আতিথেয়তা - ১,৫০০/=;

আন্তর্জাতিক স্ট্যান্ড - ১,০০০/=;

ক্লাব হাউস - ৫০০/=;

ইস্টার্ন স্ট্যান্ড - ৩০০/=;

ওয়েস্টার্ন স্ট্যান্ড - ২০০/=;

সম্পর্কিত খবর