রান পেলেন না তামিম, মাঠেই নেই সাকিব
সদ্য শেষ হওয়া বিপিএলে নিজের সেরা সময় পার করেছেন তামিম ইকবাল। ব্যাট হাতে আসরে ১৫ ম্যাচে করেছেন সর্বোচ্চ ৪৯২ রান। জিতেছেন টুর্নামেন্টসেরা খেতাবও। এদিকে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়ে এনে দিয়েছেন ফ্রাঞ্চাইজিটির প্রথম বিপিএল শিরোপা। এতে মাঠের খেলায় বেশ ফুরফুরে মেজাজের সময় পার করছিলেন তামিম।
বিপিএলের এবার শুরু হয়েছে দেশের ঘরোয়া ক্রিকেট লিগ, ডিপিএল (ঢাকা প্রিমিয়ার লিগ)। সেখানে নেতৃত্বের ভূমিকায় আছেন তামিম। এবার তিনি খেলছেন প্রাইম ব্যাংকের অধিনায়ক হইয়ে। সেখানে আসরের শুরুর দিনেই ম্যাচ দলটির। তবে সেই ম্যাচে ব্যাট হাতে খুব একটা ভালো শুরু হলো না তামিমের।
শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসে নবম ওভার পর্যন্ত টিকে ছিলেন তামিম। তবে সেখানে খেলেছেন ২৬ বলে ১৭ রানের নিষ্প্রভ এক ইনিংস। এদিন প্রাইম ব্যাংকের বাকি ব্যাটাররাও ছিলেন না ছন্দে। ৪৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৬ রানের সংগ্রহ পেয়েছে তামিমের দল। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪২ রান তুলেছে শাইনপুকুর।
এদিকে ডিপিএলের প্রথম দিনে মাঠে নেমেছে সাকিব আল হাসানের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে এই ম্যাচে খেলছেন না সাকিব। ঠিক কি কারণে সাকিব নেই এ বিষয়ে এখন পর্যন্ত মেলেনি সুনির্দিষ্ট কোনো তথ্য। তবে সাকিবের দল নিজেদের প্রথম ম্যাচে এগোচ্ছে সহজ জয়ের পথে। গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমির হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তারকা আশিকুর রহমান শিবলি শুরুটা দারুণ করলেও শেষে এসে শেখ জামাল বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬৭ রানেই থামে তারা। এতে মামুলি এই লক্ষ্য তাড়ায় বেশ ছন্দের সঙ্গেই এগোচ্ছে শেখ জামার ব্যাটাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ ওভার শেষে ২ উইকেটে ৮১ রান তুলেছে সাকিবের দল।