হার মানতে পারছেন না সাউদি, দিলেন নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত
হ্যাগলি ওভালে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় দিনেই জয় দেখে ফেলেছিল নিউজিল্যান্ড। চতুর্থ দিনে অপেক্ষা ছিল নিজেদের মাটিতে প্রতিবেশীদের হারিয়ে দীর্ঘ ৩১ বছরের টেস্টে জয় খরা কাটানোর। তবে শেষ পর্যন্ত তাদের সেই স্বপ্ন স্বপ্নই থেকেছে। নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা নিজেদের করে নিয়েছে অজিরা। সঙ্গে সিরিজটাও। নিজের শততম টেস্টে এমন হার কোনো ভাবেই মানতে পারছেন না কিউই অধিনায়ক টিম সাউদি। উপমহাদেশ সফরের আগেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিতটাও দিয়ে রেখেছেন এই পেসার।
চলতি বছরের শেষ দিকে টেস্ট সিরিজ সামনে রেখে উপমহাদেশে সফরে আসার কথা রয়েছে নিউজিল্যান্ডের। সেই সফরে কিউইরা টেস্ট খেলবে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে। তবে সেই সফরের আগেই নেতৃত্ব ছাড়ার আভাস দিয়েছেন সাউদি।
নিউজিল্যান্ডের টেস্ট নেতৃত্বে থাকা নিয়ে সাউদি বলেন, ‘বিষয়টি আমি ভেবে দেখব। তবে অবশ্যই আপনি যখন এশিয়ায় যান, আর সেই অংশে যখন স্পিন প্রধান হুমকি হয়ে উঠে তখন দলের মেক-আপ কিছুটা পরিবর্তিত হয়। তবে আমরা যখন সেখানে পৌঁছাব তখন বিষয়টি আমরা ভালোভাবে দেখতে পাব। আমরা আজ রাতে এটি নিয়ে বসব। সামনে যা হতে চলেছে তা নিয়ে আলোচনা করব।’
ম্যাচে কিউইদের ফিল্ডিং বেশ হতাশাজনক ছিল। অনেকেই একে ম্যাচ হারের অন্যতম কারণ হিসেবে মানছেন। তবে ফিল্ডিংকে হারের কারণ হিসেবে দায়ী করতে চান না সাউদি, ‘ছেলেরা ক্যাচ ফেলতে চাই না। ফিল্ডিংয়ের সময় সবাই কঠোর পরিশ্রম করেছে। ম্যাচ হারের জন্য আপনাকে অনেক কিছুর দিকেই তাকাতে হবে। তবে আমি বলতে চাই দলের সবাই তাদের ফিল্ডিং নিয়ে কঠোর পরিশ্রম করে।’